ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে এমপি আসাদুজ্জামান নূরের খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত: ০১:৪১, ৪ এপ্রিল ২০২০

নীলফামারীতে এমপি আসাদুজ্জামান নূরের খাদ্য সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ করোনা পরিস্থিতি মোকাবেলায় নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের খাদ্য সহায়তা প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে। আজ শনিবার বেলা ১২টায় জেলা শহরের উদয়ন শিশু বিদ্যা পিঠ চত্ত্বরে শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। তার পক্ষে ওই সহায়তা প্রদান করেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সামগ্রী মধ্যে রয়েছে ৫ কেজি করে চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, ১টি করে সাবান। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান জানান, করোনা পরিস্থিতিতে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদানের কাজ অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় আজ শনিবার পৌরসভার ৯টি ওয়ার্ডে দুই হাজার খাদ্য সামগ্রী বিতরণ করা সহ সদরের ১৫টি ইউনিয়নের সকল ওয়ার্ডে দুই হাজার ৭০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। চাহিদা মাফিক আরও বিতরণের প্রস্তুতি রয়েছে। এছাড়া চলমান পরিস্থিতি মোকাবেলায় তিন হাজার হ্যান্ড স্যানিটাইজার ও এক লাখ লিফলেট বিতরণ করা হয়। জরুরী পরিস্থিতি মোকাবেলায় ১০০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।
×