ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্রিকেট বোর্ডকে রুট-মরগানদের ৫ লাখ পাউন্ড ‘অনুদান’

প্রকাশিত: ০০:৪৫, ৪ এপ্রিল ২০২০

ক্রিকেট বোর্ডকে রুট-মরগানদের ৫ লাখ পাউন্ড ‘অনুদান’

অনলাইন ডেস্ক ॥ বিশ্বজয়ী ইংল্যান্ড ক্রিকেট দলকয়েকদিন ধরেই বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ইংলিশ ক্রিকেটারদের বেতন কমানো নিয়ে আলোচনা চলছিল। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী টম হ্যারিসন রুট-মরগানদের অনুরোধ করেছিলেন করোনাভাইরাসের এই সংকটকালে তারা যেন বোর্ডের আর্থিক সমস্যা লাঘবে এগিয়ে আসেন। অনুরোধে সাড়া দিতে বেশ গড়িমসি করছিলেন তারা। তবে শেষ পর্যন্ত সাড়া দিয়েছেন। শুক্রবার তারা বলেছেন, ইসিবিকে প্রাথমিকভাবে ৫ লাখ পাউন্ড ‘অনুদান’ দেবেন। এই অনুদানের কিছু অবশ্য ‘ভালো কাজেও’ ব্যয় করতে হবে। ’প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, ইসিবির কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের এই অনুদান তাদের আগামী তিন মাসের বেতনের ২০ ভাগের সমান। অন্য দাতব্য কাজে দেয় অনুদানের বিষয়টা আগামী সপ্তাহে ঠিক হবে। বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে ইংল্যান্ডের ২০২০ ক্রিকেট মৌসুম আগামী ২৮ মে পর্যন্ত স্থগিত রয়েছে। পরিস্থিতি যেমন ভয়ানক রূপ নিয়েছে তাতে মৌসুমের ভাগ্যে আসলে কী আছে তা কেউ বলতে পারে না।
×