ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এখন কাঁদা ছোঁড়াছুড়ির সময় না॥ তাপসি পান্নু

প্রকাশিত: ০০:২১, ৪ এপ্রিল ২০২০

এখন কাঁদা ছোঁড়াছুড়ির সময় না॥ তাপসি পান্নু

অনলাইন ডেস্ক ॥ সবাইকে একযোগে করোনার বিরুদ্ধে লড়াই করতে ৫ এপ্রিল রবিবার রাত ৯টায় ৯ মিনিটের জন্য ঘরের আলো নিভিয়ে রাখুন। ঘরের বারান্দায় কিংবা বাড়ির ছাদে দাঁড়িয়ে জ্বালান মোমবাতি, টর্চ কিংবা মোবাইলের ফ্ল্যাশ। গতকাল সকাল ৯টায় ভিডিও বার্তায় ফের দেশবাসীর কাছে এমন আবেদন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ওই আবেদনের পরই বলিউড সেলিব্রেটিরা প্রতিক্রিয়া ব্যক্ত করা শুরু করেন। তাপসি পান্নু থেকে শুরু করে কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলি চান্দেল কিংবা বিবেক অগ্নিহোত্রীরা একের পর এক নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে হাজির হয়ে মন্তব্য করতে শুরু করেন। বলিউড অভিনেত্রী তাপসি পান্নু বলেন, ‘আবার নতুন কাজ এসে গিয়েছে। কী মজা।’ যদিও তাপসির ওই মন্তব্যের পরই অনেকে তাকে কটাক্ষ করতে শুরু করেন। তপসির হাতে নতুন কোনো সিনেমা নেই বলেও পাল্টা কটাক্ষ করা হয়। পান্নু এই উত্তরে বলেন, ‘আমি সচেতনভাবেই টুইট করছি। আমার ভালোলাগা আমি প্রকাশ করবো সেটা আমার স্বাধীনতা। আর নেতিবাচক কিছু করিনি। আর এখন কাঁদা ছোঁড়াছুড়ির সময় না। তাই আসুন সবাই একসঙ্গে কাজ করি। সুবিধার বাইরে থাকা মানুষগুলোকে সাহায্যের জন্য এগিয়ে আসি।’
×