ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা॥ ইউনিসেফকে ৮ কোটি টাকা দিলেন নেইমার

প্রকাশিত: ২৩:২৭, ৪ এপ্রিল ২০২০

করোনা॥  ইউনিসেফকে ৮ কোটি টাকা দিলেন নেইমার

অনলাইন ডেস্ক ॥ বিশ্বের ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। মৃত্যুবরণ করেছে ৫৯ হাজারের বেশি। বৈশ্বিক এই বিপদের মুহূর্তে অনেকেই সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। ক্রীড়া তারকারাও এর ব্যতিক্রম নন। এবার সেই তালিকায় যোগ হলেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রও। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে ইউনিসেফকে ৫ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ৮৭ লাখ ৯২ হাজার টাকা) দিয়েছেন পিএসজি ফরোয়ার্ড। ব্রাজিলিয়ান টেলিভিশন শো 'ফোফোকালিজান্দো'র বরাতে এমনটাই জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম 'ইভিনিং স্ট্যান্ডার্ড'। উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইউরোপের সব বড় বড় ফুটবল টুর্নামেন্ট স্থগিত হয়ে গেছে। এজন্য ক্লাবের অনুমতি নিয়ে নিজ দেশ ব্রাজিলে ফিরেছেন নেইমার। কিন্তু দেশে ফিরেও তার বিরুদ্ধে কোয়ারেন্টাইন ভাঙার অভিযোগ উঠে। যদিও পরে তার প্রতিনিধি বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন। আপাতত ব্রাজিলের রিও ডে জেনেরিও'র বাড়িতে নিজ সন্তান ও ফ্রান্স থেকে তার সঙ্গে ফেরা কয়েকজন বন্ধুর সঙ্গে কোয়ারেন্টাইনে আছেন তিনি।
×