ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে ॥ বাংলাদেশের অর্থনীতি নিয়ে এডিবির পূর্বাভাস

প্রকাশিত: ০৯:৫৩, ৪ এপ্রিল ২০২০

সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে ॥ বাংলাদেশের অর্থনীতি নিয়ে এডিবির পূর্বাভাস

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনায় বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার মধ্যে এশিয়ায় বাংলাদেশে সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তবে করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হলে অর্থনীতিতে বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। সংস্থাটির ঢাকা অফিসের প্রধান মনমোহন প্রকাশ আশা প্রকাশ করে বলেছেন, অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় সরকারের আর্থিক প্রণোদনা বাংলাদেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। শুক্রবার এডিবির আউটলুক ২০২০-এ পূর্বাভাসে বলা হয়েছে, চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কিছুটা কমে ৭ দশমিক ৮ শতাংশ হতে পারে। তবে প্রবৃদ্ধি কমলেও এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশে। এছাড়া আগামী অর্থবছরে প্রবৃদ্ধি আবার ৮ শতাংশ হবে। এদিকে এশিয়ার গড় প্রবৃদ্ধিও কমে যেতে পারে বলে জানিয়েছে এডিবি। সংস্থাটি বলছে, ২০২০ সালে এশিয়ার গড় প্রবৃদ্ধি হবে ২ দশমিক ২ শতাংশ। গত বছর গড়ে ৫.২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল এশিয়ায়। এশিয়ার দেশগুলোর মধ্যে চীন ২.৩ শতাংশ, ভারতে ৪ শতাংশ, ভিয়েতনামে ৪.৮ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এডিবি। প্রসঙ্গত, চলতি অর্থবছরে ৮.২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছিল সরকার। গত অর্থবছরে ৮.১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। তবে এডিবির প্রাথমিক প্রাক্কলনে যে ইঙ্গিত মিলেছে যাতে এই মহামারীর সামান্য প্রভাবে বাংলাদেশে দশমিক ২ শতাংশ থেকে দশমিক ৪ শতাংশ জিডিপি হারাতে পারে। তবে বাংলাদেশে এই প্রাদুর্ভাব বড় আকারে ছড়ালে এর ক্ষতিও আরও মারাত্মক হবে। এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ অবশ্য বলেছেন, আরও তথ্য পাওয়া গেলে এই আউটলুক হালনাগাদ করা হবে। কোভিড-১৯’র অভিঘাত মোকাবেলা ও প্রশমনে বাংলাদেশকে সহায়তা দিতে এবং সহযোগিতা করতে এডিবি প্রতিশ্রুতিবদ্ধ। এডিবির প্রতিবেদনে বলা হয়, বর্ধনশীল অভ্যন্তরীণ চাহিদা ও প্রবাস শ্রমিকদের পাঠানো বৈদেশিক মুদ্রার পরিমাণ বেড়ে যাওয়ায় চলতি অর্থবছরের প্রথম আট মাসে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি জোরালো রয়েছে। এতে আরও বলা হয়েছে, দ্রুত বর্ধনশীল তৈরি পোশাকের রফতানির বড় বাজারগুলো থেকে চাহিদা কমায় বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ২০১৮-১৯ অর্থবছরের ৮ দশমিক ২ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৮ শতাংশে নামবে। তবে বিশ্বজুড়ে ভোক্তাদের মধ্যে আস্থার উন্নয়ন হলে ২০২১ সালে প্রবৃদ্ধি কিছুটা এগিয়ে ৮ শতাংশে উঠতে পারে বলে আশা করছে এডিবি।
×