ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হকি লিগ বন্ধ থাকায় আর্থিক সংকটে খেলোয়াড়রা!

প্রকাশিত: ০৯:২৮, ৩ এপ্রিল ২০২০

হকি লিগ বন্ধ থাকায় আর্থিক সংকটে খেলোয়াড়রা!

স্পোর্টস রিপোর্টার ॥ করোনা পরিস্থিতি স্বা ভাবিক হওয়ার পরই মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ হকি। এমনটাই নিশ্চিত করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সহ-সভাপতি সাজেদ এ আদেল। এরই মধ্যে লিগ কমিটির সম্পাদক হিসেবে খাজা লতিফ মুন্নাকে নিয়োগ দেয়া হয়েছে বলেও জানান ফেডারেশনের এই কর্তা। এদিকে দীর্ঘদিন লিগ বন্ধ থাকায় আর্থিক সংকটে খেলোয়াড়রা। তাই শীঘ্রই প্রিমিয়ার লিগ শুরু করার দাবি তাদের। প্রায় বছরখানেক হয়েছে হকির ক্ষমতায় নতুন কমিটি। কিন্তু দ্বিতীয় বিভাগ লিগ ছাড়া ঘরোয়া আর কোন খেলাই গড়ায়নি মাঠে। যদিও নানা ঘটনার মধ্য দিয়ে গত বছরের এপ্রিলে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে রশিদ-সাঈদ পরিষদ। বেশ ঢাকঢোল পিটিয়ে ক্ষমতায় এলেও আন্তর্জাতিক আসর নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়ে বর্তমান কমিটি। যেখানে ঘরোয়া আসর নিয়ে অনেকটাই অমনোযোগী হয়ে পড়েন ফেডারেশন কর্তারা। দেশের হকির সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগ। পেশাগত দিক দিয়ে এই লিগটি খেলোয়াড়দের আয়ের মূল উৎস। তবে সর্বশেষ প্রিমিয়ার লিগ ২০১৮ সালের জুনে শেষ হলেও আরেকটি আসর এখনও মাঠে গড়ায়নি। দীর্ঘদিন ধরে লিগ না হওয়ায় খেলোয়াড়রাও চরম হতাশ। তাইতো সব সংকট কাটিয়ে যত দ্রুত সম্ভব প্রিমিয়ার লিগ শুরুর দাবি খেলোয়াড়দের। এদিকে নানা জটিলতায় ফেডারেশনও সংকটাপন্ন অবস্থায় রয়েছে। তারপরও খেলোয়াড়দের বিষয়টি বিবেচনায় রেখে করোনা-পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ হকি। এমনটাই নিশ্চিত করেছেন হকি ফেডারেশনের সহ-সভাপতি সাজেদ এ আদেল। এরই মধ্যে লিগ কমিটির সম্পাদক নিয়োগ দেয়ার পাশাপাশি অংশ নেয়া প্রতিটি ক্লাবকে চিঠি দেয়া হয়েছে বলেও জানান ফেডারেশনের এই কর্তা। সব শঙ্কাকে পেছনে ফেলে আবারও প্রিমিয়ার লিগ হকি মাঠে গড়াবে, এমনটাই প্রত্যাশা সবার।
×