ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে প্রবাসী খেলোয়াড়দের খোঁজ নিচ্ছেন গাফফার

প্রকাশিত: ০৯:২৫, ৩ এপ্রিল ২০২০

যুক্তরাষ্ট্রে প্রবাসী খেলোয়াড়দের খোঁজ নিচ্ছেন গাফফার

স্পোর্টস রিপোর্টার ॥ করোনা হচ্ছে জীবন কেড়ে নেয়া এক নীরব ঘাতক ভাইরাস। বর্তমান সময়ে যা সারা পৃথিবীতে প্রেসিডেন্ট, মন্ত্রী, যুবরাজ, অভিনেতা, খেলোয়াড় থেকে হতদরিদ্র সবার কাছে এক নম্বর খলনায়ক হিসেবে এরই মধ্যে চিহ্নিত হয়েছে। করোনা ভাইরাসের অদৃশ্য ভয়াল থাবায় পৃথিবী আজ টালমাটাল। সারা পৃথিবীর মানুষ আজ লকডাউনে ঘর বন্দী। রোজ হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে এর মরণ-ছোবলে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে পৌনে তিন লাখেরও বেশি মানুষ। এর মধ্যে মারা গেছেন ৬ হাজারেরও বেশি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশঙ্কা করছেন তার দেশে দুই লাখেরও বেশি মানুষ মারা যেতে পারে এই করোনায়! গত ১৬ মার্চ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গিয়ে লকডাউনে আটকা পরেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার আবদুল গাফফার। ৪ এপ্রিল সাবেক এ ফুটবলারের বড় ছেলে তাহসিন গাফফারের বিয়ের দিন ছিল। কিন্তু চলমান পরিস্থিতিতে ছেলের বিয়ে বাতিল হয়ে গেছে। এখন স্বপরিবারে তিনি ফ্লোরিডায় আছেন লকডাউনে। তবে কঠিন এ সময়ে সাবেক এই ফুটবলার আতঙ্কে থাকলেও চুপ করে ঘরে বসে নেই। যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা সব বাংলাদেশী খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। যেমন- এ্যাথলেট সাঈদ-উর-রব ও ডন, ফুটবলার ব্রাদার্স ইউনিয়নের ফজল, আবাহনী, মোহামেডান ও জাতীয় দলে খেলা সাইখ, ধানমন্ডির মোস্তফা, বিজেএমসির মুকুল, মোহামেডানের অধিনায়ক রনজিৎ, জাতীয় দলের কোহিনুর, মোহামেডান ও জাতীয় দলের আবুল, গোলকিপার শহীদুর রহমান সান্টু; ক্রিকটোর ইউসুফ বাবু, নাজির সিরাজি ও মনির। কানাডার টরেন্টোতে থাকা মামুন জোয়ারদার, রুমি রিজভী করিম, মিজান, হকি তারকা তিসা ও ক্রিকেটার হালিম শাহসহ বিভিন্ন দেশে যে যেখানে আছেন, সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন গাফফার। গাফফার বলেন, বর্তমান পরিস্থিতি খুব খারাপ। আমরা যে যেখানে আছি, সেখান থেকে একে অন্যের খোঁজ-খবর নেয়াটা যদি সম্ভব হয়, তাহলে সবার ভাল লাগবে। আর জানাও যাবে কে কেমন আছে। প্রবাসে না থাকলে প্রবাসীর মর্ম বোঝা যায় না। কাউকে যদি কোনভাবে সাহায্য করা যায়, সে লক্ষ্যে সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। এছাড়া গাফফার বাংলাদেশে যেসব বিত্তবান খেলোয়াড়রা আছেন তাদেরকে সাধ্যমত এই কঠিন পরিস্থিতিতে গরীব ও দুস্থ খেলোয়াড় এবং পাশাপাশি অতি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া করোনা ভাইরাস প্রতিরোধের জন্য সব নির্দেশনা সবাইকে মেনে চলতেও অনুরোধ করেন। প্রয়োজনে প্রবাসী খেলোয়াড়দের অবস্থা সম্পর্কে কোন তথ্যের জন্য ফেসবুক ম্যাসেঞ্জারে তার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন গাফফার।
×