ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে নকল হ্যান্ড সানিটাইজার উৎপাদনের দায়ে কারখানার মালিক গ্রেফতার

প্রকাশিত: ০৮:২৭, ৩ এপ্রিল ২০২০

নারায়ণগঞ্জে নকল হ্যান্ড সানিটাইজার উৎপাদনের দায়ে কারখানার মালিক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াগাঁও এলাকার একটি কারখানায় নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদানের অভিযোগে ওই কারখানার মালিক মোঃ জামাল মিয়া (৫৪) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। এ সময় ওই কারখানা থেকে ১৮শ’ বোতল নকল হ্যান্ড স্যানিটাইজার ও ১২৫০টি লেবেল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত জামাল মিয়া রূপগঞ্জের নোয়াগাঁও এলাকার স্থায়ী বাসিন্দা। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে শুক্রবার বিকেলে র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। র‌্যাব-১১’র ওই কর্মকর্তা প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, বিশ¡ব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ মহামারী আকার ধারণ করায় এবং করোনা ভাইরাস জণিত সংক্রামক রোগ কোভিড-১৯ এর বিশ¡ব্যাপী প্রাদুর্ভাব ও দ্রুত বিস্তারের ফলে হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে। এর ফলে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন দেশী ও বিদেশী খ্যাতিমান ব্রান্ডের নামে নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বাজারজাত করে আর্থিকভাবে লাভবান হতে ভোক্তাদের সাথে প্রতারণার অপচেষ্টা চালিয়ে আসছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াগাঁও এলাকায় নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের তথ্য পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে কারখানার মালিক মোঃ জামাল মিয়া’কে হাতে নাতে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে আরও স্বীকার করে যে, সম্প্রতি বাজারে হ্যান্ড স্যানিটাইজারের ব্যাপক চাহিদা ও উচ্চমূল্য থাকায় অবৈধভাবে আর্থিক লাভবান হওয়ার জন্য অননুমোদিত ও নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করে একমি ও র‌্যানজারসহ বিভিন্ন স্বনামধন্য ব্যান্ডের লোগো ব্যবহার করে প্রতারণামূলকভাকে বাজারজাত করে আসছে। কোন প্রকার কেমিষ্ট বা প্রশিক্ষিত লোক ছাড়াই এ হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করে আসছে যা ব্যবহারের ফলে মানুষের ত্বকে বিভিন্ন রোগব্যাধি সৃষ্টি হতে পারে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি জানান।
×