ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ বিভিন্ন জেলা-উপজেলায়

প্রকাশিত: ০৭:৪৮, ৩ এপ্রিল ২০২০

দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ বিভিন্ন জেলা-উপজেলায়

জনকণ্ঠ রিপোর্ট ॥ করোনার বিস্তার কমাতে সারা দেশে লম্বা ছুটি চলছে। এই সময়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের দরিদ্র মানুষ। তবে সমাজের স্বচ্ছল বিত্তবান বিবেকবান মানুষ এগিয়ে এসেছেন এই মানুষের জন্য। দিচ্ছেন খাদ্যসহায়তা। প্রতিদিনই কেউ না কেউ পাশে দাঁড়াচ্ছেন। জনকণ্ঠের জেলা-উপজেলা সংবাদদাতাদের পাঠানো তথ্য দেয়া হলো- ঠাকুরগাঁওয়ে ফুটপাতে চা বিক্রেতাদের খাদ্যসামগ্রী বিতরণ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও থেকে জানান, করোনার কারণে বেকার বসে থাকা জেলা শহরের বিভিন্ন এলাকায় ফুটপাতে চা বিক্রেতাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দেড় শতাধিক চা বিক্রেতার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেককে দশ কেজি করে চাল ও দুই কেজি করে আলু, তৈল, লবণসহ অন্যান্য প্রয়োজনী সামগ্রী প্রদান করা হয়। এসব সামগ্রী তুলে দেন, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান, আশা বণি শিখাসহ জেলার অন্যান্য কর্মকর্তাগণ। এসময় জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম সকলকে বাড়ি থেকে বাইরে বের না হওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, মাননীয় প্রধামন্ত্রীর নিদের্শনা অনুযায়ী যারা কর্মক্ষম কিন্তু করোনা ভাইরাসের কারণে ঘর থেকে বের হতে পারছেন না অগ্রাধিকার ভিত্তিতে তাদের তালিকা তৈরি করে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণানুযায়ী একটি মানুষকেও কষ্টে থাকতে দেওয়া হবে না। সেই লক্ষ্য বাস্তবায়নে ঠাকুরগাঁও জেলা প্রশাসন কাজ করছে। এদিকে, করোনা ভাইরাসের কারণে স্থবির ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়ন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ওই ইউনিয়নের কর্মহীন, অস্বচ্ছল ও অসহায় দুস্থ দেড় শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে ৫ কেজি করে চাল, তিন কেজি আলু, ডাল, লবন ও দুটি করে সাবান বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে তেওয়ারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনের পক্ষে এসব সামগ্রী বিতরণ করেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো, শুখানপুকুরী ইউনিয়ন আ’লীগের সভাপতি জীবন কুমার ঘোষ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সামসুল, সাঃ সম্পাদক হরিশংকর রায়সহ অন্যন্যরা। ঈশ্বরদীতে খাদ্য বিতরণ স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ ঈশ্বরদীতে করোনা ভাইরাসের কারণে লকডাউনে পড়া দুঃস্থ পরিবারের প্রায় দুইশতাধিক সদস্যদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে রেলগেটে মালিথা ট্রেডার্স লিমিটেডের এমডি আলহাজ্ব হাবিবুর রহমান মালিথার আর্থিক সহযোগিতায় এবং ঈশ্বরদী টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশন ও জাতীয় সাংবাদিক সোসাইটি ঈশ্বরদীর ব্যবস্থাপনায় এসব খাদ্য বিতরণ করা হয়। খাদ্য বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার পিরোজ কবীর, ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশন ও জাতীয় সাংবাদিক সোসাইটির সভাপতি টিএ পান্না, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক বায়েজিত বোস্তামি পলাশ, বাপ্পি রায়হান, এ্যাড.হেদায়েত-উল-হকসহ সংগঠনের অণ্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য,গত এক সপ্তাহে আলহাজ্ব হাবিবুর রহমান মালিথার পক্ষ থেকে প্রায় দশ মেট্রিকটন চাউল ও ছয় মেট্রিকটন আলু বিতরণ করা হয়েছে। আমতলীতে হতদরিদ্রদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন মেয়র নিজস্ব সংবাদদাতা,আমতলী থেকে জানান, প্রাণঘাতী করোনা ভাইরাসের আপাদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় আমতলী পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকা হতদরিদ্র কর্মহীন শ্রমজীবি দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে। সামাজিক সুরক্ষা বজায় রেখে শুক্রবার আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান পৌরসভার ৯ টি ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা পৌছে দেন। মেয়রের এমন মহতি উদ্যোগে অভিভুত পৌরবাসী। জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে উপজেলার কয়েক হাজার হতদরিদ্র শ্রমজীবি মানুষ। এ শ্রমজীবি পরিবারকে করোনা ভাইরাসের আপাদকালিন সময়ে খাদ্য সহায়তা বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ শ্রমজীবি পরিবারগুলোর মধ্যে দুই হাজার হতদরিদ্র পরিবার খুঁজে খুঁজে আমতলী পৌরসভার উদ্যোগে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান দ্বারে দ্বারে গিয়ে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন। পৌর মেয়রের এমন মহতি উদ্যোগে অভিভুত পৌরবাসী। হতদরিদ্র প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল ও একটি করে সাবান দেন। আমতলী পৌরসভার খাদ্য সহায়তার বঙ্গবন্ধু ভাস্কর্য প্রাঙ্গণে উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র মতিয়ার রহমান। সভায় বক্তব্য রাখেন, আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, আমতলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন ,কাউন্সিলর জিএম মুছা, মোঃ মোয়াজ্জেম হোসেন ফরহাদ ও আবুল বাশার রুমি প্রমুখ। আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে বাংলার মানুষকে রক্ষায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রীর এ পদক্ষেপ বাস্তবায়নে প্রাণপণ চেষ্টা করবো। যতদিন পৌরবাসী ঘরে কর্মহীন থাকবে ততদিন আমি তাদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দেব। আমতলী পৌরসভার কর্মহীন একজন মানুষকে না খেয়ে থাকতে দেব না। তিনি আরো বলেন, দুই হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। যদি কারো খাদ্য সহায়তার প্রয়োজন হয় পৌরসভার হটলাইনে জানালে আমি তার ঘরে গিয়ে খাদ্য সহায়তা পৌছে দেব। এছাড়াও আমতলীতে করোনাভাইরাসের সংক্রামণ রোধে বাংলাদেশ নৌ-বাহিনীর উদ্যোগে পৌরসভার বিভিন্ন সড়কে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে । শুক্রবার সকাল ১১ টা থেকে আমতলীর দায়িত্বপ্রাপ্ত নৌ-বাহিনীর লেপ্টেনেন্ট কমান্ডার মোঃ রাকিবুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধু সড়ক, এবিএম চত্ত্বর,লঞ্চঘাট সড়ক, পুরাতন বাজার, নতুন হাসপাতাল সড়ক, ফেরিঘাট সড়কসহ বিভিন্ন সড়কে করোনা ভাইরাসের সংক্রামণ রোধে ব্লিচিং পাউডার যুক্ত জীবাণুনাশক স্প্রে করেছে নৌবাহিনীর সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, আমতলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম হাওলাদার, ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন ও ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা প্রমুখ। মাদারীপুরে অসহায় মানুষের পাশে র‌্যাবের সদস্যরা নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর থেকে জানান, মাদারীপুরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে চলাচল সীমিত করায় বিপদে পড়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ সহযোগিতা করছেন র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। শুক্রবার সকালে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. তাজুল ইসলাম জেলার কয়েকটি স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে তারা এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। শহরের চরমুগরিয়া এলাকায় অর্ধশত অসহায় মানুষকে প্রতি প্যাকেটে চাল, ডাল, তেল, লবণসহ, ১৩ কেজির খাদ্যসামগ্রী বিতরণ করে। হতদরিদ্র লুছিয়ার বাড়িতে এমপি মহিব্বুর রহমান ॥ দিলেন নগদ অর্থসহায়তা নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া থেকে জানান, কলাপাড়া পৌর শহরে ভিক্ষাবৃত্তি করে দুবেলাদু’মুঠো অন্নের সংস্থান মেলানো অশীতিপর চরম অসহায়, হতদরিদ্র, বিধবা, লুছিয়া বেগমকে নগদ অর্থ সহায়তা দিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান। শুক্রবার শেষ বিকেলে তিনি হতদরিদ্র এ বৃদ্ধার হাতে সাড়ে পাঁচ হাজার টাকা তুলে দেন। এসময় তার পত্নী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা তাকে একটি কাপড় প্রদান করেন। এ মহিলার খাবারসহ সকল সহায়তা প্রদানের জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দেন। অসহায় এ বৃদ্ধার বাড়িতে এমপি পৌছলে লুছিয়া খুশিতে কান্না ধরে রাখতে পারেননি। এমপি আরও কয়েকটি দরিদ্র পরিবারের খোঁজ-খবর নেন। নিজ উদ্যোগে বিভিন্ন ধরনের সহায়তা দেন। এসময় কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার , কলাপাড়া পৌর শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামাত, সদস্য খালেক খান উপস্থিত ছিলেন ।
×