ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে ফলজ-বনজ গাছের চারা কেটে দিয়েছে প্রতিপক্ষ

প্রকাশিত: ০৭:৩৮, ৩ এপ্রিল ২০২০

লক্ষ্মীপুরে ফলজ-বনজ গাছের চারা কেটে দিয়েছে প্রতিপক্ষ

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের কুশাখালী উত্তর চিলাদি এলাকায় ব্যক্তিগত শত্রুতার জের ধরে বাগান বাড়ীর আম-জাম, নারীকেল-সুপারীসহ ছয় শতাধিক ফলজ ও বনজ গাছের চারা কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ সময় বাগান-বাড়ীতে নির্মিত একটি দো-ছালা ঘরও পুড়ে দেয় তারা। এ-ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী ইব্রাহিম জানান, সকালে ওই বাগান বাড়ীতে গাছের পরিচর্চা করছেন কয়েকজন শ্রমিক। হঠাৎ ২০/৩০ জন লোক দা-চেনি নিয়ে শ্রমিকদের উপর হামলা চালায় এবং বাগানের সব গুলো গাছের চারা কেটে পালিয়ে যায়। তবে শাহজাহান ও শাহ আলম নামের স্থানীয় দু’জন সন্ত্রাসী সেখানে জড়ো হয়েছিলেন। তাদের নেতৃত্বে এ হামলা চালিয়েছে এবং এ সব গাছের চারা কাটা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী ইব্রাহিমের। এর আগে সন্ত্রাসীরা মোবাইল ফোনে দু’লাখ টাকা চাঁদা দাবী করেছে বলেও অভিযোগ করেন ইব্রাহিম। চন্দ্রগঞ্জ থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জসিম উদ্দিন ঘটনার সত্যা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান তিনি।
×