ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লালবাগে দুস্থদের খাদ্য সামগ্রী দিল রওনাক স্পোটিং ক্লাব

প্রকাশিত: ০৪:৫৯, ৩ এপ্রিল ২০২০

লালবাগে দুস্থদের খাদ্য সামগ্রী দিল রওনাক স্পোটিং ক্লাব

স্টাফ রিপোর্টার ॥ মহামারী করোনা ভাইরাসের কারণে সবাই যেখানে গৃহবন্দী সেখানে বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের অসচ্ছল দরিদ্র মানুষগুলো। কাজ না থাকায় আয় নেই, নেই খাবারের নিশ্চয়তাও। এমন পরিস্থিতিতে রাজধানীর লালবাগ এলাকায় ৩০০টি দুস্থ্য পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে রওনাক স্পোটিং ক্লাব। বৃহস্পতিবার রাতে লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন দেলোয়ার হোসেন খেলার মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, লবন। উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেণ রওনাক স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউর রহমান কোয়েল। এ সময় তিনি বলেন, আমরা সব সময়ই মানবতার কল্যানে কাজ করার চেষ্টা করি। করোনা ভাইরাসের মতো দুর্যোগেও তাই থেমে নেই। আমাদের ক্লাবের পক্ষ থেকে দুস্থদের জন্য সহায়তা করছি। ভবিষ্যতে আরও করা হবে। আশা করি করোনার কারনে আমাদের এলাকায় কেউ না খেয়ে থাকবে না। তিনি বলেন, আমরা যেন হেরে না যাই। এখন আমরা যে কাজটা করছি, এটা কোন দান নয়, সামাজিক দায়বদ্ধতা।
×