ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লকডাউনে মুম্বাইয়ের রাস্তায় ময়ূর নাচছে

প্রকাশিত: ০১:৫৫, ৩ এপ্রিল ২০২০

লকডাউনে মুম্বাইয়ের রাস্তায় ময়ূর নাচছে

অনলাইন ডেস্ক ॥ লকডাউনের আবহে রাস্তাঘাট ফাঁকা। এই সময় দেশের বিভিন্ন শহরের ফাঁকা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন পশুপাখি। যেমন মুম্বাইয়ের রাস্তায় সম্প্রতি ঘুরতে দেখা গিয়েছে ময়ূর। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন মানব মাঙ্গলানি নামের এক আলোকচিত্রী। তার পরই রাস্তায় ময়ূর নিয়ে আলোচনায় মেতেছেন নেটাগরিকরা। লকডাউনের জেরে রাস্তাঘাটে চলছে না যানবাহন। মানুষ না থাকায় ভিড়ও কম। তার জেরে কমেছে দূষণ। সে জন্যই বিভিন্ন প্রাণী ঘুরে বেড়াচ্ছে স্বচ্ছন্দে। ফেসবুকে ময়ূরের ছবি পোস্ট করে ওই আলোকচিত্রী লিখেছেন, ‘‘ময়ূররা বেরিয়ে এসেছে এবং নাচছে মুম্বাইয়ের ফাঁকা রাস্তায়। বিরল দৃশ্য।’’ সেই দৃশ্য দেখে বিভিন্ন মন্তব্য করেছেন নেটাগরিকরা। এর আগে, নয়ডার রাস্তায় দেখা মিলেছিল নীলগাইয়ের। উত্তরাখণ্ডের রাস্তায় দেখা গিয়েছিল হরিণ। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×