ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে সন্ধ্যা ৬ টার পরে সব দোকান বন্ধ : শাজাহান খান

প্রকাশিত: ০৯:৫৭, ২ এপ্রিল ২০২০

মাদারীপুরে সন্ধ্যা ৬ টার পরে সব দোকান বন্ধ : শাজাহান খান

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ সন্ধ্যা ৬ টার পরে ঔষধের দোকান ছাড়া আর কোন দোকান খোলা থাকবে না' যদি কেউ অহেতুক বাইরে ঘোরাঘুরি করে ও দোকান খোলা থাকে তাহলে তাদের শাস্তি ও জরিমানা করা হবে। আজ বৃহস্পতিবার বেলা ১১ দিকে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের হাউসদী বাজারে কর্মহীন পরিবারের মাঝে জেলা পরিষদের সদস্য ফারুক খানের ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি একথা বলেন। এদিকে শহরের পুরান বাজার এলাকায় চেম্বার অব কমার্স এর সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খানের ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন কুলি শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শজাহান খান বলেন, দেশে খাদ্য সংকট নেই, সরকার যথেষ্ঠ খাদ্য মজুদ রেখেছেন। গরীবের ত্রাণ নিয়ে খেলা করা যাবে না, তাহলে কঠিন শাস্তি পেতে হবে। করোনার কারনে সরকার ঘোষিত বন্ধ থাকা মাদারীপুর শহরের হায়দার কাজী জুট মিলের ৫০০ শ্রমিকের মাঝে দুপুরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় শাজাহান খান বলেন, এভাবে প্রতিটি মিল কল কারখানার মালিকরা যদি শ্রমিকদের পাশে দাঁড়াতো তাহলে এ দূর্যোগের সময় কর্মহীন মানুষের কষ্ট লাঘব হত। তাছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশ কোন কর্মহীন মানুষ যেন সরকারি অনুদান থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং সকলে সরকারি নির্দেশ মেনে চলুন নিজে সুস্থ্য থাকুন, আপনার পরিবার ও দেশের মানুষকে সুস্থ্য রাখুন। ত্রাণ বিতরণকালে বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, সদর উপজেলা চেয়ারম্যান ওবাইদুর রহমান কালু খান, দুধখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আউয়ুব খান, আলহাজ্ব কাজী হায়দার হোসেন প্রমুখ। চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে বৃহস্পতিবার শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের বেদে পল্লীতে শতাধিক বেদে পরিবারের মাঝে খাবার প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন। এসময় বালা মিয়া ফাউন্ডেশনের ব্যানারে ব্যক্তিগত তহবিল থেকে ৮‘শ পরিবারের মাঝে সাবান, ডিটারজেন পাউডার, আলু, চাল, ডাল, মাস্ক ও বিস্কুট এবং সরকারী বরাদ্ধে ২০০ পবিরারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বালা মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপ-পরিচালক মহব্বত হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ,এম মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান সাহাদাৎ হোসেন প্রমুখ।
×