ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৮০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন গাজীপুর মেয়র

প্রকাশিত: ০৯:৫১, ২ এপ্রিল ২০২০

৮০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন গাজীপুর মেয়র

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ করোনা ভাইরাস মোকাবেলা করতে বিক্ষিপ্তভাবে খাদ্য সামগ্রী বিতরণ না করে ওয়ার্ড ভিত্তিক সর্বদলীয় কমিটি গঠণের মাধ্যমে বিতরণের আহবান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আকম মোজাম্মেল হক। তিনি বলেন, সকলের কাছে আমার আহবান, নিজস্ব প্রচারের জন্য বিক্ষিপ্তভাবে বিতরণ না করে আমরা যদি সত্যিকার অর্থে অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া কর্মহীন মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌছাতে চাই, তাহলে সর্বদলীয় ওয়ার্ড কমিটির মাধ্যমে কর্মহীনদের তালিকা তৈরী করে বিতরণ করতে হবে। করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধ করতে গিয়ে সমাজের দরিদ্র মানুষ বর্তমানে কর্মহীন হয়ে পড়েছে। সর্বদলীয় ওয়ার্ড কমিটির মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক এসব কর্মহীন অসহায়দের একটি তালিকা তৈরী করে তা স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধির কাছে রাখতে হবে। ওই তালিকা অনুযায়ী খাদ্যসামগ্রী বিতরণ করা হলে সমাজের কেউ বাদ যাবে না। কর্মহীনদের জন্য খাদ্য সামগ্রী দিতে আগ্রহীরাও তাদের দান ওই সর্বদলীয় ওয়ার্ড কমিটির কাছে জমা দিবেন। ওই ওয়ার্ড কমিটি বুঝবে কারা খাদ্য সহায়তা পেয়েছে এবং কারা পায় নি। সে অনুযায়ী সর্বদলীয় ওয়ার্ড কমিটির মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হলে সুষ্ঠু হবে। এতে সাধারণ মানুষসহ সবাই উপকৃত হবে। তিনি আজ বৃহষ্পতিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য ঘরে থাকা কর্মহীন নিম্ন আয়ের ৮০ হাজার পরিবারকে ১৫ দিনের খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌছে দেয়ার কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠাণে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ কর্মসূচি উদ্বোধনকালে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশে কিছুসংখ্যক লোক নিয়ম কানুন না মেনে ঘর থেকে রাস্তায় বের হচ্ছে। এতে এ ভাইরাস সংক্রমণের সম্ভাবনা দেখা দিয়েছে। এজন্য করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বৃহষ্পতিবার হতে প্রশাসনের নিয়ন্ত্রণে থেকে সেনাবাহিনী ও পুলিশ জোরে শোরে মাঠে কাজ শুরু করেছেন। তারা বিজ্ঞান সম্মতভাবে পরিকল্পনা নিয়ে কাজ করছেন যাতে রাস্তায় বা হাট-বাজার ও দোকানে অযথা লোকজনের সমাগম না হয়। আশা করছি আজকের পর থেকে রাস্তায় বা হাট-বাজারে লোকজনকে বিক্ষিপ্তভাবে চলাচল করতে দেখা যাবে না। বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমরা বংলাদেশে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রনে রাখতে সক্ষম হয়েছি। সাধারণ মানুষের সহযোগিতা পেলে তা নিয়ন্ত্রণে রাখতে পারবো বলে আশা করি। সরকার নির্দেশনা অনুযায়ী সকলকে মাস্ক, হ্যান্ড গ্লাভস ও সেনিটাইজার ব্যবহার এবং দূরত্ব বজায় রেখে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি। অনুষ্ঠাণে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম খাদ্য সামগ্রী বিতরণকালে বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় কোন মানুষ না খেয়ে থাকবে না। এ মহানগরের প্রতিটি অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া কর্মহীন পরিবারের সদস্যরা খাদ্য পাবে এবং সবাই নিরাপদে থাকবে। গাসিক মেয়র বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা সংক্রমণ ঠেকাতে এখন সব মানুষ ঘরে অবস্থান করছে। ঘরে অবস্থান করতে গিয়ে খেটে খাওয়া, অসহায় ও হতদরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এসব গরীব কর্মহীন প্রত্যেকের ঘরে ঘরে ১৫ দিনের খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। এ খাদ্য সহায়তার আওতায় নগরীর ৫৭টি ওয়ার্ডে কাউন্সিলরগনের মাধ্যমে ৬৫টি কমিটি কাজ করছে। প্রথম ধাপে আমরা মহানগরের ৬০হাজার পরিবারকে দুই হাজার এক'শ টন খাদ্য সামগ্রী দিচ্ছি। পরবর্তী ধাপে তালিকা তৈরী করে আরো ২০ সহ¯্রাধিক পরিবারকে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা দেওয়া হবে। জনসংখ্যার দিক বিবেচনা করে প্রতি পরিবারকে ৩১ কেজি থেকে ৩৫কেজি খাদ্য সামগ্রী তাদের ঘরে ঘরে পৌছে দেওয়া হচ্ছে। এরমধ্যে প্রতি পরিবারকে ন্যূনতম ১৫ কেজি চাউল, ১২ কেজি আলু, ২ কেজি করে পিঁয়াজ, সয়াবিন তেল ও মুসুরী ডাল বিতরণ করা হচ্ছে। এছাড়াও ইউএনডিপি’র সহযোগিতায় সাবান, মাস্ক ও হ্যান্ড সেনিটাইজারসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মহীনদের তালিকা অনুযায়ী মোবাইল ফোনে যোগাযোগ করে এসব সামগ্রী তাদের ঘরে ঘরে পৌছে দেওয়া হবে। করোনার রেশ না কাটতেই ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র জাহাঙ্গীর বলেন, করোনা-ডেঙ্গু এগুলো একটি মহামারী ভাইরাস জাতীয়। গাজীপুর মহানগরীর কোন নাগরিককে যাতে এগুলো আক্রমণ করতে না পারে সেজন্য মহানগরবাসীকে সুরক্ষা করতে আমাদের পক্ষ থেকে যতোটা সম্ভব চেষ্টা করবো। গাজীপুর মহানগর এলাকায় অনেক অপরিকল্পিত বাড়ি, মার্কেট ও ময়লা আবর্জনা রয়েছে। কিছুদিনের মধ্যেই বৃষ্টি হবে। এসময়ে যাতে ডেঙ্গু মশার উপদ্রব না হয় সেজন্য আমরা আগাম প্রস্তুতি নিচ্ছি। এজন্য আমরা মশা নিধনের জন্য বিদেশ থেকে ঔষধ আমদানীর উদ্যোগ নিয়েছি। পরে মন্ত্রী মহানগরের কোনাবাড়ি এলাকায় তৃতীয় লিঙ্গ হিজড়া সম্প্রদায়সহ স্থানীয় কর্মহীন দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে মহানগরীর ৫৭টি ওয়ার্ডের প্রতিটির জন্য কাভার্ডভ্যান, ট্রাক ও পিকআপ ভর্তি করে খাদ্য সামগ্রী বিতরণ করে পাঠিয়ে দেওয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন, সেলিম রহমান ও কাউসার আহমেদ এবং পুলিশ কর্মকর্তাসহ আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×