ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আমেরিকায় আক্রান্ত দুই লাখ ছাড়িয়েছে

করোনায় স্পেনে নতুন মৃত্যু ৯৫০, যুক্তরাষ্ট্রে ৯০৮

প্রকাশিত: ০৯:৪৬, ৩ এপ্রিল ২০২০

 করোনায় স্পেনে  নতুন মৃত্যু ৯৫০,  যুক্তরাষ্ট্রে ৯০৮

জনকণ্ঠ ডেস্ক ॥ চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের ২০০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা নয় লাখ ৫৫ হাজার ৩০১ জন। এর মধ্যে ৪৮ হাজার ৫৭৮ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে দুই লাখ ৩ হাজার ১১ জন। এদিকে করোনায় বৃহস্পতিবার আরও নতুন করে স্পেনে ৯৫০, যুক্তরাষ্ট্রে ৯০৮, যুক্তরাজ্যে ৫৬৯, ফ্রান্সে ৫০৯, বেলজিয়ামে ১৮৩, ইরানে ১২৪ ও ভারতে ১২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র্রে করোনা আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। খবর এএফপি, বিবিসি, ফ্রান্স২৪, এনডিটিভি, আলজাজিরা, সিএনএন, ডেইলি মেইল, ইউরো নিউজ, ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো ও ইয়াহু নিউজের। স্পেনে আরও ৯৫০ জনের মৃত্যু ॥ স্পেনে লাগামহীন হয়ে উঠেছে প্রাণঘাতী নতুন করোনাভাইরাস। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় স্পেনে নতুন করে আরও ৯৫০ জনের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া নতুন আক্রান্ত হয়েছেন আরও ৮ হাজারের বেশি মানুষ। নতুন করে ৯৫০ জনের প্রাণহানি ঘটায় দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। বুধবার দেশটিতে ৭ হাজার ৭১৯ জন করোনায় আক্রান্ত হলেও গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১০২ জন। এ নিয়ে ইউরোপের এই দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ২৩৮ জনে। যুক্তরাষ্ট্রে আরও ৯০৮ জনের মৃত্যু॥ আক্রান্তের সংখ্যায় অনেক আগেই চীনকে ছাড়িয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার মৃত্যু সংখ্যাতেও বহুদূর এগিয়ে গেল তারা। বুধবার দেশটিতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯০৮ জন। এখন পর্যন্ত এটাই যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজারেরও বেশি। যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যাও দুই লাখ ছাড়িয়েছে। এদিন দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন অন্তত ২৫ হাজার ৬৭৬ জন। মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ওপরে শুধু ইতালি ও স্পেন। আর আক্রান্তের সংখ্যায় সবার ওপরে তারা। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি করোনায় ভুক্তভোগী নিউইয়র্ক। গোটা দেশের প্রায় ৪০ শতাংশ রোগীই এ অঙ্গরাজ্যের। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সরকারী সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। চীনের তথ্য ‘সামান্য’ মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার ওয়াশিংটনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন বলে রয়টার্স জানিয়েছে। একই ব্রিফিংয়ে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, চীনের দেয়া আক্রান্ত ও মৃতের হিসাব ঠিক কিনা, তা জানার কোন উপায় নেই। এদিকে করোনাভাইরাস সংক্রমণে বিখ্যাত জাজ শিল্পী এলিস মার্সেইলিস ৮৫ বছর বয়সে বুধবার মারা গেছেন। শিল্পীর ছেলে ব্রান্ডফোর্ড এ কথা জানিয়েছেন। আমেরিকান পিয়ানিস্ট ও শিক্ষক কয়েক দশক ধরে বর্ণাঢ্য সঙ্গীত ক্যারিয়ারের অধিকারী এই শিল্পী করোনাভাইরাস জটিলতায় মারা গেছেন। এই শিল্পী জাজ সঙ্গীতের কেন্দ্রভূমি নিউ অর্লিন্সে ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট অঙ্গরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নবজাতকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। এক টুইটে কানেক্টিকাটের গবর্নর এ হৃদয় বিদারক খবর দেন। তিনি জানান, রাজধানী হার্টফোর্ডে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ছয় সপ্তাহ বয়সী এক মেয়ে শিশু মারা গেছে। যুক্তরাজ্যে আরও ৫৬৯ জনের মৃত্যু ॥ যুক্তরাজ্যে করোনায় একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড ঘটেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৫৬৯ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯২১ জন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৭১৮। ইতালিতে আরও ৭৬০ জনের মৃত্যু ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭৬০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সি জানায়, এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার নয়শ’ ১৫ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে এক লাখ ১৫ হাজার ২৪২ জন। এছাড়া চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৮ হাজার ২৭৮ জন। ফ্রান্সে আরও ৫০৯ জনের মৃত্যু ॥ টানা চতুর্থদিনের মতো সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড দেখল ফ্রান্স। বুধবার দেশটিতে মারা গেছেন আরও ৫০৯ জন, যা এখন পর্যন্ত সেখানকার সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩২ জন। ফরাসী স্বাস্থ্য সংস্থার পরিচালক জেরোম সলোমন জানিয়েছেন, ফ্রান্সে এ পর্যন্ত প্রায় ৫৬ হাজার করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন ২৪ হাজার ৬৩৯ জন। এদের মধ্যে ৬ হাজার ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে, মঙ্গলবার দেশটিতে মারা গিয়েছিলেন ৪৯৯ জন। বেলজিয়ামে আরও ১৮৩ জনের মৃত্যু ॥ গত ২৪ ঘণ্টায় বেলজিয়ামে আরও ১৮৩ জন মারা গেছেন করোনাভাইরাসে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১ জনে। এছাড়া দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্তে সংখ্যা ১৫ হাজার ৩৪৮ জন। ইরানে আরও ১২৪ জনের মৃত্যু ॥ ইরানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২৪ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৩৬ জন। এছাড়া দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৪৬৮ জন। ভারতে আরও ১২ জনের মৃত্যু ॥ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যুসহ করোনাভাইরাসের সংক্রমণে ভারতে এখন পর্যন্ত ৫০ জন মারা গেছেন। এছাড়া, নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩২৮ জন কোভিড-১৯ রোগী। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৬৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫১ জন। ফিলিপিন্সের রাষ্ট্রদূতের মৃত্যু ॥ করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে নিযুক্ত ফিলিপিন্সের রাষ্ট্রদূত বারনারডিতা কাটাল্লা মারা গেছেন। ফিলিপিন্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা এ খবর নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বারনারডিতার দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। এরপর থেকে তিনি ফিলিপিন্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৬২ বছর। ফিলিপিন্সে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৭ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত মানুষের সংখ্যা ২ হাজার ৩০০ জনেরও বেশি। মক্কা ও মদিনায় কার্ফু জারি ॥ করোনার বিস্তার ঠেকাতে সৌদি আরবের মক্কা এবং মদিনায় ২৪ ঘণ্টার কার্ফু জারি করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন সতেরো শতাধিক। এছাড়া দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে ১৬ জনের মৃত্যু হয়েছে। মালয়েশিয়ায় মৃত বেড়ে ৫০ ॥ দক্ষিণ পূর্ব এশিয়ায় করোনার সর্বোচ্চ সংক্রমণ মালয়েশিয়ায়। দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৯৮ জন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১১৬ জন। এছাড়া দেশটিতে করোনায় মারা গেছেন ৫০ জন। লকডাউন অমান্যকারীদের ‘গুলি করে মারতে’ বললেন দুতের্তে ॥ লকডাউনের নির্দেশনা অমান্যকারীরা কোন ধরনের সমস্যা সৃষ্টি করলে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে। স্বাস্থ্যকর্মীদের লাঞ্ছনা ও নির্যাতনকে ভয়াবহ অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে কোনক্রমেই তা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার রাতে টেলিভিশনে দেশবাসীর উদ্দেশে দেয়া ভাষণে দুতের্তে এসব বলেছেন বলে জানিয়েছে রয়টার্স। ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী ইয়াকভ লিৎজম্যান ও তার স্ত্রী। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। বিবৃতিতে বলা হয়েছে, ৭১ বছরের স্বাস্থ্যমন্ত্রী ও তার স্ত্রী এখন কিছুটা ভাল আছেন। তারা চিকিৎসা নিচ্ছেন এবং আইসোলেশনে রয়েছেন।
×