ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রমেকে করোনা শনাক্তকরণের কাজ শুরু

প্রকাশিত: ০৯:২০, ৩ এপ্রিল ২০২০

 রমেকে করোনা শনাক্তকরণের কাজ শুরু

জনকণ্ঠ ডেস্ক ॥ রংপুর মেডিক্যাল কলেজে (রমেক) করোনা শনাক্তকরণের কাজ শুরু হয়েছে। ঢাকার বাইরে চট্টগ্রাম ও রাজশাহীর পর রংপুরে পিসিআর মেশিন বসানো হয়। হবিগঞ্জে করোনা আক্রান্ত সন্দেহে ১১ জনের নমুনা ঢাকায় আনা হয়েছিল। এর মধ্যে আটজনের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে, বাকি তিনজনের ফল এখনও আসেনি। এদিকে করোনাভাইরাসের উপসর্গ থাকায় নড়াইল সদর থানার এক সিনিয়র স্টাফ নার্সকে ঢাকার আইইডিসিআরে আনা হয়েছে। করোনা সন্দেহে পটুয়াখালী থেকে সংগৃহীত নমুনায় করোনাভাইরাসের কোন আলামত পাওয়া যায়নি। এ নিয়ে পটুয়াখালী থেকে ঢাকায় আনা চার নমুনার কোনটিতেই করোনা শনাক্ত হয়নি। শেরপুরে মা-ছেলেসহ চারজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে দুজনের নমুনা বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজের করোনা ইউনিটে পাঠানো হয়। অন্যদুজনের নমুনা শুক্রবার পাঠানোর কথা রয়েছে। এছাড়া খুলনায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫০৯ জন, দুজন ভর্তি আছেন আইসোলেশন ওয়ার্ডে। বগুড়ায় বৃহস্পতিবার পর্যন্ত আরও চারজনকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র দেয়া হয়েছে ৪৬ জনকে। গাইবান্ধায় নতুন করে করোনা আক্রান্তের কোন খবর পাওয়া যায়নি। হোম কোয়ারেন্টাইন থাকার পর করোনার নমুনা না পাওয়া যাওয়ায় ১০ জনকে ছেড়ে দেয়া হয়েছে। কিশোরগঞ্জে নতুন করে চারজনকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট কোয়ারেন্টাইন রয়েছেন ১২৮ জন। সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ করায় বৃহস্পতিবার ছাড়পত্র দেয়া হয় ১৯০ জনকে। নতুন করে কোয়ারেন্টাইন করা হয়েছে ১৯ জনকে। পটুয়াখালীর কলাপাড়ায় ৯৭ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। অন্যজনের শেষ হবে হবে ১৪ এপ্রিল। বিদেশ পফরত বাকি ২৮ জনের কোন খোঁজ নেই। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। রংপুর মেডিক্যাল কলেজে (রমেক) করোনা ভাইরাস শনাক্তকরণের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে কলেজের মাইক্রোলজি বিভাগে বসানো পিসিআর মেশিন দিয়ে নমুনা সংগ্রহের কাজ শুরু হয়। ঢাকার বাইরে চট্টগ্রাম ও রাজশাহীর পর রমেকে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার পিসিআর মেশিন বসানো হয়। বিষয়টি নিশ্চিত করেন মাইক্রোলজি বিভাগের প্রধান ডাঃ মোস্তাকিমুর রহমান। তিনি জানান, পিসিআর মেশিনে একটি পরীক্ষা হতে সাধারণত চার থেকে ছয় ঘণ্টা সময় লাগে। তবে একই সঙ্গে ৯৬টি নমুনা পরীক্ষা করা যায়। অর্থাৎ একই দিনে ৯৬ রোগীর নমুনা পরীক্ষা সম্ভব। এ জন্য রমেক হাসপাতালের করোনা ইউনিটের হটলাইন নম্বরে (০১৭১২-১৭৭২৪৪) যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়াও করোনা বিষয়ক সেবা পেতে রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের নম্বর (ফোন- ০৫২১ ৬২১৫০ অথবা ০১৭১৮-৫৬২১৭২), রংপুর মেট্রোপলিটন পুলিশ কন্ট্রোল রুম (ফোন- ০৫২১ ৫৭০০৬৬ অথবা ০১৭৬৯-৬৯৫৪০০) এবং আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। পটুয়াখালী ॥ বরিশাল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া গলাচিপার মোঃ জাকির হোসেনের (৪০) নমুনায় করোনার কোন লক্ষণ পাওয়া যায়নি। আইডিসিআর থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে এ কথা নিশ্চিত করে জেলা প্রশাসন। এ নিয়ে পটুয়াখালী থেকে পাঠানো চারটার সবকটিতে করোনার কোন উপসর্গ পাওয়া গেল না। উল্লেখ্য, গলাচিপার বকুলবাড়িয়ার মোঃ জাকির হোসেন দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। এ কারণে তিনি সদর উপজেলার বহালগাছিয়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে চিকিৎসা নিচ্ছিলেন। গত শনিবার সর্দি জ্বর, কাশি নিয়ে তিনি পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে গেলে তাকে বরিশাল মেডিক্যালে রেফার করা হয়। বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে গেলে তাকে করোনা ইউনিটে তাকে ভর্তি করা হয়। রবিবার সকালে তার মৃত্যু হয়। তিনি বরিশালের মুলাদিতে একটি ব্যাংকে চাকরি করতেন। এদিকে জাকিরের বহালগাছিয়ার শ^শুরবাড়ি ও গলাচিপা গ্রামের বাড়ির লকডাউন প্রত্যাহার করেছে প্রশাসন। নড়াইল ॥ করোনা উপসর্গে সদর হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্সকে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে ঢাকায় পাঠানো হয়। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুস শাকুর বলেন, সদর হাসপাতালের নার্স মাধবী রানী দাস গত কয়েকদিন শ্বাসকষ্ট, গলাব্যথা, জ্বরে ভুগছেন। এ সমস্যা নিরাময় না হওয়ায় তার মধ্যে আশঙ্কা তিনি করোনায় আক্রান্ত কিনা? এ কারণে তাকে আইডিসিআরে করোনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। খুলনা ॥ খুলনা মহানগরীসহ নয় উপজেলায় বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৫০৯ জন। হোম কোয়ারেন্টাইনে ছিলেন দুই হাজার ৭৪৫ জন, মেয়াদ শেষ করায় দুই হাজার ২৩৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। জানা গেছে, খুলনা সিটিতে এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৮৮৮ জন। মেয়াদ শেষ করায় ছাড়পত্র পেয়েছেন ৮৩৪ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৫৪ জন। নয় উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা মোট এক হাজার ৮৫৭ জনের মধ্যে এক হাজার ৪০২ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছে ৪৫৫ জন। এদিকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা আইসোলেশেনে দুই রোগী ভর্তি আছেন। খুমেক হাসপাতালের রেসিডেন্স ফিজিসিয়ান (মেডিসিন) ও করোনা আইসোলেশনের মুখপাত্র ডাঃ শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, এখানে গত কয়েকদিনে ১০ রোগী ভর্তি হন। এরমধ্যে সাতজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একজন মারা গেছেন। ওই মৃতব্যক্তি এবং অন্য চারজনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়নি। বর্তমানে পিরোজপুরের একজন এবং নড়াইলের এক ব্যক্তি আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। হবিগঞ্জ ॥ হবিগঞ্জে করোনা আক্রান্ত সন্দেহে ১১ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে আটজনের নেগেটিভ এসেছে, তিনজনের ফলাফল এখনও আসেনি। করোনাভাইরাস আক্রান্ত কেউ এখনও শনাক্ত হয়নি। তবে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন একজন। বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর এ তথ্য নিশ্চিত করেন। বগুড়া ॥ বগুড়ায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও চারজন হোম কোয়ারেন্টাইনে গেছেন। একই সময়ে ৪৬ জনকে মুক্ত করা হয়েছে। এ নিয়ে গত ১৪ দিনে হোম কোয়ারেন্টাইন মুক্ত হলেন ৩৫৯ জন। তাদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরার অনুরোধ জানানো হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৬৬৭ জন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত করোনা সন্দেহের নতুন কোন রোগী ভর্তি হয়নি। এদিকে গাবতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রওনক জাহান জানান, করোনা সন্দেহে মৃত শিশুর বাড়ি মহিষাবান ইউনিয়নের দড়িসোনাকানিয়া গ্রামের তিন বাড়ি লকডাউন করা হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল জানার পর লকডাউন প্রত্যাহার করা হবে। জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বৃহস্পতিবার সকালে প্রেস বিফিংয়ে বলেন, বগুড়ায় এখন পর্যন্ত কারোনা ভাইরাস আক্রান্তের রোগ শনাক্ত হয়নি। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ হোম কোয়ারেন্টাইন মনিটরিং করছে। গাইবান্ধা ॥ করোনা ভাইরাসে গাইবান্ধায় বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হওয়ার কোন খবর পাওয়া যায়নি। তবে কোয়ারেন্টাইনে থাকার পর করোনা সংক্রমণের প্রমাণ না পাওয়ায় ১০ জনকে ছেড়ে দেয়া হয়েছে। করোনা আক্রান্ত সন্দেহে নতুন করে দুজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ জানান, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত বিদেশ ফেরত ১৯০ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ঢাকা থেকে রক্ত পরীক্ষার ফল না জানা পর্যন্ত সন্দেহজনক রোগীদের হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে কমতে শুরু করেছে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় কোয়ারেন্টাইনে রয়েছেন ১২৮ জন। জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন তিনজন। সিলেট ॥ সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ১৯ জনকে। আর এই ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন থেকে সিলেট বিভাগে ছাড়পত্র দেয়া হয়েছে ১৯০ জনকে। এর মধ্যে সিলেটে ৫৭, সুনামগঞ্জে ৪২, হবিগঞ্জে ৫১ ও মৌলভীবাজারের ৪০ জন রয়েছেন। শেরপুর ॥ করোনা ভাইরাস উপসর্গ সন্দেহে শেরপুরে একদিনে ছেলে-মাসহ চারজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগের লোকজন। ছেলে-মার নমুনা পরীক্ষার জন্য বৃহস্পতিবারই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়। অন্য দু’জনের নমুনা পৌঁছবে শুক্রবার। এরা হচ্ছে সদর উপজেলার যোগিনীমুড়া কান্দাপাড়া এলাকার এক কৃষক (৪৮) ও ঘুঘুরাকান্দি উত্তরপাড়া গ্রামের এক যুবক (২২) এবং নকলার ধনাকুশা এলাকার ছেলে (৩০) ও মা (৫০)। এছাড়া করোনা উপসর্গ সন্দেহে হোম কোয়ারেন্টাইনে থাকা ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ বিভাগের এক কর্মকর্তাকে (৫০) পরীক্ষার জন্য সরাসরি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ বৃহস্পতিবার সন্ধ্যায় ওই তথ্য নিশ্চিত করেন। কলাপাড়া ॥ বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনে থাকা ৯৮ জনের মধ্যে ৯৭ জনের কোয়ারেন্টাইন মেয়াদ বৃহস্পতিবার শেষ হয়েছে। বাকি একজনের কোয়ারেন্টাইন মেয়াদ শেষ হবে ১৪ এপ্রিল। এছাড়া বিদেশ ফেরত বাকি ২৮ জনের কোন খোঁজ মেলেনি।
×