ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গলফার সিদ্দিকুরের পিতৃবিয়োগ!

প্রকাশিত: ০৮:৩৬, ২ এপ্রিল ২০২০

গলফার সিদ্দিকুরের পিতৃবিয়োগ!

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের তারকা গলফার সিদ্দিকুর রহমানের বাবা আফজাল হোসেন (৭৫) আর নেই। বুধবার রাতে বার্ধক্যজনিত কারণে রাজধানীর ক্যান্টনমেন্ট সংলগ্ন মিরপুরের মাটিকাটা এলাকার বাসায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ... ওয়া রাজেউন)। বৃহস্পতিবার সকালে জানাজা শেষে মিরপুরের মানিকদি করবস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ফিরোজা বেগম ও চার ছেলে রেখে গেছেন। যাদের একজন বাংলাদেশের একমাত্র এশিয়ান ট্যুর বিজয়ী গলফার সিদ্দিকুর রহমান। কয়েকদিন অসুস্থ থাকার পর কিছুটা সুস্থবোধ করছিলেন আফজাল। কিন্তু বুধবার রাতে খাবার খাওয়ার সময় হঠাৎই আবারও অসুস্থ হয়ে পড়েন। তাকে মাদারীপুরের গ্রামের বাড়িতে দাফন করার পরিকল্পনা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে মানিকদি কবরস্থানে দাফন করতে হয়। সিদ্দিকুরের পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুর আধা ঘন্টা আগেও আফজাল হেসেন ফোনে সিদ্দিকুরের খোঁজখবর নিয়েছিলেন। এরপরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানিয়ে দেন বাসায়ই তিনি মারা গেছেন। জনসমাগম না করার স্বার্থে সিদ্দিকুর রহমানের পরিবার থেকে সবাইকে দেখতে না এসে দোয়া চাইতে বলা হয়েছিল। যে কারণে ছেলেরাই তাকে দাফন করিয়েছেন।
×