ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জেলায় স্বল্প আয়ের শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৮:২৬, ২ এপ্রিল ২০২০

 জেলায় স্বল্প আয়ের শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি জেলায় করোনা ভাইরাস পরিস্থিতি জনিত কারণে স্বল্প আয়ের দিনমজুর ও পেশা ভিত্তিক শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত রয়েছে। জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনে মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে তৃণমুল পর্যায়ে ইউনিয়ন পরিষদগুলো খাদ্য সামগ্রী বিতরণ করে চলেছে। বৃহস্পতিবার ঝালকাঠির জেলা প্রশাসনের মাধ্যমে ৪শতাধিক অটো রিক্সা চালক এবং ৭০জন ইলেক্ট্রেশিয়ানদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত ৮১০০টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঝালকাঠি জেলায় এপর্যন্ত ৪৮৩ মে.টন চাল এবং ১২ লক্ষ ৪১ হাজার ৫শ টাকা ত্রাণ ও পুর্নবাসন মন্ত্রণালয় থেকে বরাদ্দ প্রদান করা হয়েছে। ২০৩ মে.টন চাল এবং ১১ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়াও ব্যক্তি পর্যায়ে এবং বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান পর্যায়ে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। ছবি: ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতা তরুণ কর্মকার ও হাবিবুর রহমান হাবিল ব্যাক্তিগতভাবে খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
×