ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জয়পুরহাটে সেনাবহিনীর টহল জোরদার

প্রকাশিত: ০৭:৫৮, ২ এপ্রিল ২০২০

জয়পুরহাটে সেনাবহিনীর টহল জোরদার

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জয়পুরহাটে করোনা ভাইরাস নিয়ন্ত্রনে প্রশাসনের নির্দেশনা মোটামুটি মানা হয়েলেও গত ২দিন ধরে শহর ও শহর তলীতে মানুষের ভীর দেখা দেয়। এতে করে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সঙ্কা দেখা দেয়। ফলে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে আজ বৃহষ্পতিবার জয়পুরহাটে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই জয়পুরহাট শহর ও শহরতলীসহ উপজেলাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রনে এবং সামাজিক নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনী ব্যাপক টহল শুরু করে। এদিকে সামাজিক নিরাপত্তা বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকতে ভ্রাম্যমান আদলাত ৩জনকে ১হাজার ৬০০ টাকা জরিমানা করেছে। সকাল থেকেই সাধারণ মানুষদের ঘরে থাকার পরামর্শ দিয়ে সেনা বাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন সড়কে টহল দিচ্ছে। রাস্তায় অযথা ঘোরাঘুরি না করে বাড়িতে থাকার পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা। এদিকে পুলিশের টহলও জোরদার করা হয়েছ্। এসময় মাইকিং করে রাস্তায় বিনা কারণে ঘোরাঘুরি না করার এবং সর্বদা মাক্স পরিধান করারও পরামর্শ দেওয়া হচ্ছে। শহরের ওষুধের দোকানসহ দুই একটি কনফেকশনারী দোকান ও কাঁচাবাজার খোলা রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন বলেন, আজ বৃহষ্পতিবার থেকে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। অযথা সাধারণ মানুষ যাতে ঘোরাফিরা না করে সেজন্য বারবার আমরা মাইকিং করে বলে যাচ্ছি। কারণ আগামী দশ দিন খুবই বিপদজনক সময়, এই সময়টাতে মানুষকে ঘরে থাকতেই হবে। অপরদিকে টহল চলাকালে শহরের জিরো পয়েন্টে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা সহ সামাজিক দূরত্ব বজায় না রেখে মটরসাইকেলে একাধিক ব্যক্তি থাকায় ১হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোশারফ হোসাইন।
×