ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জামালপুরে পিডিবির বিদ্যুৎ উপ-কেন্দ্রে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৭:৪৯, ২ এপ্রিল ২০২০

জামালপুরে পিডিবির বিদ্যুৎ উপ-কেন্দ্রে অগ্নিকাণ্ড

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরে পিডিবির ৩৩/১১ কেভি শাহপুর বিদ্যুৎ উপ-কেন্দ্রে আজ বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ট্রান্সফরর্মারসহ অন্যান্য যন্ত্রাংশ পুড়ে বিকল হয়ে গেছে। এতে অন্তত প্রায় ২০ লাখ টাকার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে এই উপ-কেন্দ্রের আওতাধীন শহরের পাঁচটি ফিডার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পিডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে পিডিবির শাহপুর বিদ্যুৎ উপ-কেন্দ্রের একটি ট্রান্সফর্মারে আকস্মিক আগুন ধরে যায় এবং কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রথমে অগ্নিনির্বাপক ফেনা এবং পরে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে উপ-কেন্দ্রের ট্রান্সফর্মার, ক্যাবল ও অন্যান্য যন্ত্রাংশ পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে এ ঘটনায় উপ-কেন্দ্রের আওতাধীন বেলটিয়া, শাহপুর, বিসিক, লাঙ্গলজোড়া ও ২ নম্বর শহর ফিডার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে বিদ্যুৎ গ্রাহকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জামালপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী খন্দকার কামরুজ্জামান জনকণ্ঠকে জানান, অগ্নিকাণ্ডে কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা এখনি বলা যাচ্ছে না। তবে ট্রান্সফরমারসহ অন্যান্য যন্ত্রাংশ নতুন করে লাগাতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে। এই উপ-কেন্দ্রের আওতাধীন পাঁচটি ফিডার এলাকায় বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলছে।
×