ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীর মিরপুরে গ্যাস বিস্ফোরণের দগ্ধ একই পরিবারের মধ্যে একজনের মৃত্যু

প্রকাশিত: ০৬:১৯, ২ এপ্রিল ২০২০

রাজধানীর মিরপুরে গ্যাস বিস্ফোরণের দগ্ধ একই পরিবারের মধ্যে একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে গ্যাস বিস্ফোরণের অগ্নিদগ্ধ একই পরিবারের মধ্যে জকির হোসেন (৪৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাঃ এএফএম আরিফুল ইসলাম নবীন জানান, জাকিরের শরীরের ৫৮ শতাংশ দগ্ধ হয়েছে। নিহত জাকিরের ছোট ভাইয়ের স্ত্রী লিমা আক্তার জানান, জাকিরদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামে। তিনি মিরপুরের শ্যামল পল্লীর একটি সেমিপাকা টিনশেড বাড়িতে স্ত্রী ও ছেলে নিয়ে থাকতেন। স্থানীয় একটি গার্মেন্টসে হেলপার হিসেবে চাকরি করেন জাকির। একই গার্মেন্টসে কাজ করেন তার স্ত্রী আফরোজা রানী (৩৫)। তাদের বড় ছেলে রিয়াদ হোসেন (১৮) একটি হাফিজি মাদ্রাসায় পড়ে। মাদ্রাসা বন্ধ থাকায় সেও বাসায় ছিল। তাদের ছোট ছেলে রিফাত (১২) একটি হোটেলে কাজ করে। সে হোটেলেই থাকে। লিমা জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর শ্যামল পল্লী আবাসিক এলাকার বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। এতে সমন্ধি জাকির , তার স্ত্রী আফরোজ ও তাদের বড় ছেলে রিয়াদ মারাত্মক দগ্ধ হয়। পরে তাদেরকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তিনি জানান, এখনও মা ছেলে বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছে। ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাঃ এএফএম আরিফুল ইসলাম নবীন জানান, রানীর ৩২ শতাংশ ও রিয়াদের শরীরে ৩৮ শতাংশ দগ্ধ হয়েছে।
×