ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজার বন্ধের মেয়াদও বাড়ল

প্রকাশিত: ০৫:১৬, ২ এপ্রিল ২০২০

শেয়ারবাজার বন্ধের মেয়াদও বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনাভাইরাসের সম্ভাব্য বিস্তার এড়াতে ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ানো হয়েছে শেয়ারবাজারে লেনদেন বন্ধ রাখার মেয়াদ। আগামী ১১ এপ্রিল পর্যন্ত দেশের কোন স্টক এক্সচেঞ্জে লেনদেন হবে না। বন্ধ থাকবে স্যাটলমেন্টসহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রমও। নতুন কোনো নির্দেশনা না এলে আগামী ১২ রবিবার দেশের পুঁজিবাজারে ফের লেনদেন শুরু হবে। উল্লেখ, করোনা মহামারির ঝুঁকি এড়াতে সরকার গত ২৪ মার্চ দেশে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। দেশের ব্যাংকিং খাত এই ছুটির আওতার বাইরে থাকলেও ব্যাংকে লেনদেনের সময়সীমা ৬ ঘণ্টা থেকে কমিয়ে ২ ঘণ্টা তথা সকাল ১০ টা থেকে দুপুর ১২ পর্যন্ত নির্ধারণ করা হয়। এর পরিপ্রেক্ষিতে ৪ এপ্রিল পর্যন্ত দেশের পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ লেনদেন স্যাটলমেন্টের সঙ্গে ব্যাংকের নিবিড় সম্পর্ক আছে। এদিকে মঙ্গলবার সরকার সাধারণ ছুটির মেয়াদ ১১ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। তবে এবারও ব্যাংকিং খাত এই ছুটির আওতার বাইরে থাকছে। কিন্তু লেনদেন হবে সীমিত সময়ের জন্য, প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। এর পরিপ্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ১১ এপ্রিল পর্যন্ত সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে তারা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও তারাও বন্ধের মেয়াদ বাড়াতে যাচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
×