ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আর্থিক সহায়তা দিচ্ছে প্রথম শ্রেণির চুক্তির ৯১ ক্রিকেটার

প্রকাশিত: ০৪:৫৩, ২ এপ্রিল ২০২০

আর্থিক সহায়তা দিচ্ছে প্রথম শ্রেণির চুক্তির ৯১ ক্রিকেটার

অনলাইন ডেস্ক ॥ জাতীয় ক্রিকেটারদের পর করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এলো বিসিবির প্রথম শ্রেণির চুক্তিতে থাকা ক্রিকেটাররাও। তারা আর্থিক সহায়তা দিচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) তহবিলে। এই চুক্তিতে থাকা ৯১ জন ক্রিকেটার তাদের এক মাসের বেতনের অর্ধেক দিচ্ছে কোয়াবের তহবিলে। কোয়াবের সাধারণ সম্পাদক ও সাবেক ক্রিকেটার দেবব্রত পল জানালেন, চূড়ান্ত হিসাব না হলেও প্রাথমিক হিসেবে তাদের ধারণা, এই অঙ্ক ৮ থেকে ১০ লাখ টাকার মধ্যে হবে। মূলত ঘরোয়া লিগে খেলা ক্রিকেটারদের কিছুটা আর্থিক নিরাপত্তার জন্য প্রথম শ্রেণির ক্রিকেটারদের সঙ্গে এই চুক্তি করে থাকে বিসিবি। তিনটি গ্রেডে তারা মাসিক পারিশ্রমিক পায় ২৮ হাজার ৭৫০ টাকা, ২৩ হাজার টাকা ও ১৭ হাজার ২৫০ টাকা। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ও সম্প্রতি জাতীয় দলে খেলা ২৭ ক্রিকেটার এর আগে তাদের এক মাসের বেতনের অর্ধেক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে। কর কেটে রাখার পর তাদের সহায়তার অঙ্ক ২৬ লাখ টাকার মতো। করোনা ভাইরাসের প্রকোপের এই সময়ে সারাদেশের দুঃস্থদের জন্য সহায়তার জন্য এই তহবিল গঠন করছে কোয়াব।
×