ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কামরাঙ্গীরচরে কামরুল ইসলাম এমপি’র পক্ষ থেকে ব্যাপক ত্রাণ তৎপরতা

প্রকাশিত: ০০:৪৭, ২ এপ্রিল ২০২০

কামরাঙ্গীরচরে কামরুল ইসলাম এমপি’র পক্ষ থেকে ব্যাপক ত্রাণ তৎপরতা

অনলাইন ডেস্ক ॥ ভয়াবহ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জন সাধারণের মুক্ত থাকার জন্য দেশব্যাপী লকডাউন চলছে। ফলে অসহায়-দরিদ্র-মেহনতি খেটে খাওয়া মানুষ গৃহবন্ধী হয়ে পড়েছে, অনেকের দৈনন্দিন খাবার যোগাড় করাটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এমন দূর্যোগপূর্ণ সময়ে জনপ্রতিনিধি সহ সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এই আহ্বানে সাড়া দিয়ে ঢাকা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড.কামরুল ইসলাম ঢাকা-২ আসনের অর্ন্তগত কামরাঙ্গীরচর থানার ৫৫,৫৬ ও ৫৭নং ওয়ার্ডে ব্যাপক ত্রাণ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন। এই ধারাবাহিকতায় আজ বৃহঃস্পতিবার ডি,এস,সি,সি’র ৫৬নং ওয়ার্ডের ৪টি স্পটে ২৫১০টি দুস্থ পরিবারের মাঝে ১০কেজি চাউল সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়। পশ্চিম রসূরপুর পঞ্চায়েত ১২৬০টি পরিবার, পূর্ব ইসলাম নগর পঞ্চায়েত ৫০০ পরিবার, কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগ সভাপতি, পারভেজ হোসেন বিপ্লবের তত্ত্বাবধানে কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল মাঠে ৫০০টি পরিবার, উজ্জীবন-২০০ টি পরিবারে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। এই ত্রাণ বিতরণ কার্যক্রমে এমপি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন সরকার ও সাধারণ সম্পাদক সোলেমান মাদবর।
×