ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চলে গেলেন ডাকওয়ার্থ-লুইস মেথডের আবিষ্কারক

প্রকাশিত: ২৩:৩৭, ২ এপ্রিল ২০২০

চলে গেলেন ডাকওয়ার্থ-লুইস মেথডের আবিষ্কারক

অনলাইন ডেস্ক ॥ চলে গেলেন ক্রিকেটে ডাকওয়ার্থ-লুইস মেথডের অন্যতম আবিষ্কারক টনি লুইস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের(ইসিবি) পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। এ ব্যাপারে ইসিবির পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘টনি লুইসের মৃত্যুর খবর পাওয়াটা বোর্ডের জন্য দুঃখজনক। টনি এবং তার বন্ধু ফ্র্যাঙ্কের কাছে ক্রিকেট বিশ্ব ঋণী। আমরা তার বিদেহী আত্মার প্রতি সম্মান প্রদর্শন করছি।’ জানা গেছে, ক্রিকেটে বৃষ্টির প্রভাব কমিয়ে আনার জন্য নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে সতীর্থ গণিতবিদ ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থকে সঙ্গে নিয়ে একটি পদ্ধতি আবিষ্কার করেন টনি লুইস। তাদের দুজনের নামের শেষাংশ থেকে পদ্ধতির নামকরণ করা হয় ডাকওয়ার্থ-লুইস মেথড। এরপর ১৯৯৭ সালে প্রাথমিকভাবে এই পদ্ধতিটি ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেন টনি ও ফ্র্যাঙ্ক। প্রায় দুই বছর পরীক্ষামূলকভাবে এ নিয়মের ব্যবহার দেখে আইসিসি। এরপর ১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিটি গ্রহণ করে আন্তর্জাতিক ক্রিকেটের এই সর্বোচ্চ সংস্থা।
×