ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে বিএনপি ॥ কাদের

প্রকাশিত: ১০:৩৫, ২ এপ্রিল ২০২০

রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে বিএনপি ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশের এই দুঃসময়ে রাজনীতি না করে জনগণের পাশে দাঁড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দেশের এই সঙ্কটময় মুহূর্তে সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। সংবাদ সম্মেলনের নামে সরকারের সমালোচনা করে চলেছে। বুধবার তার সরকারী বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নেতাদের বলব, এই দুঃসময়ে জনগণের পাশে থাকুন এবং রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতা থেকে বিরত থাকুন। সরকারের সমালোচনা করে জনগণের পাশে গিয়ে দাঁড়ান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় সারাবিশ্ব আজ উদ্বিগ্ন। সারাবিশ্ব এক নজীরবিহীন পরিস্থিতির মুখোমুখি। বিশ্ব নেতৃবৃন্দ যেখানে করোনাকে রাজনৈতিক হিসেবে একে অপরের বিরুদ্ধে ব্যবহার না করে সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছে। সেখানে আমাদের দেশের একটি দল (বিএনপি) সঙ্কটকে পুঁজি করে বিভেদের রাজনীতি করছে। ওবায়দুল কাদের বলেন, সঙ্কটময় মুহূর্তে জনগণের পাশে দাঁড়িয়ে সরকার ও আওয়ামী লীগ নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু বিএনপি জনগণের পাশে দাঁড়ানো নয়, এই সঙ্কটময় পরিস্থিতি থেকে রাজনৈতিক ফায়দা লুটার অপতৎপরতায় লিপ্ত। পদ্মাসেতুর সর্বশেষ অগ্রগতি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, পদ্মাসেতু নির্মাণের দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়েছে। এরইমধ্যে ২৭টি স্প্যান স্থাপন করা হয়েছে। ৬ দশমিক ১৫ কিলামিটার দীর্ঘ সেতুর ৪ কিলোমিটারের বেশি এরইমধ্যে দৃশ্যমান হয়েছে। মূল সেতুর কাজ ৮৬ দশমিক ৩৫ শতাংশ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৮ দশমিক ৫০ শতাংশ। করোনা প্রতিরোধ উপকরণ বিতরণ ॥ করোনাভাইরাস প্রতিরোধসামগ্রী পিপিই, সানগ্লাস, হ্যান্ড গ্লাভস, এন্টিসেপটিক সাবান, হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক বিতরণ অব্যাহত রেখেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটি। বুধবার দুপুরে ধানম-ির দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন হাসপাতাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, মহিলা শ্রমিক লীগ, বিভিন্ন সামাজিক সংগঠন ও বেশ কয়েকটি জেলা আওয়ামী লীগ নেতাদের হাতে এসবসামগ্রী তুলে দেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী। এ সময় সুজিত রায় নন্দী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা হাসপাতাল, পেশাজীবী সংগঠন, জেলা-মহানগর আওয়ামী লীগ ও সাধারণ মানুষের মাঝে করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ অব্যাহত রাখব। সাংবাদিক সংগঠন ছাড়াও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, মাতুয়াইল শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট, জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ এক্স স্টুডেন্টস এ্যাসোসিয়েশন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, আওয়ামী মোটরচালক লীগ, কুমিল্লা উত্তর জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, ঠাকুরগাঁও জেলা, রংপুর জেলা আওয়ামী লীগ এবং ঢাকার কামরাঙ্গীচর থানা ও ঢাকা মহানগর দক্ষিণের ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের হাতে করোনা প্রতিরোধ সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, উপ-দফতর সম্পাদক মোঃ সায়েম খান, কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজিসহ উপ-কমিটির সদস্যবৃন্দ।
×