ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা

প্রকাশিত: ০৯:১৫, ১ এপ্রিল ২০২০

টঙ্গীতে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ বাংলাদেশ সেনাবাহিনী বুধবার টঙ্গী এরশাদ নগরের মজিদা সরকারী উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম শুরু করেছে। সেনাবাহিনীর ১১ ফিল্ড এম্বুলেন্স এ কার্যক্রম বাস্তবায়ন করছে। এই টিমের চিকিৎসকরা স্হানীয়দের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সারা দেশে তাদের কর্মসূচি চালিয়ে যাবে। স্হানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে এ চিকিৎসা সেবা চালিয়ে নেয়া হবে বলে সেনাদল জনকণ্ঠকে জানিয়েছেন। সাধারণ চিকিৎসা সেবার পাশাপাশি সেনাদল করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখার করণীয় নিয়ে আলেচনা ও পরামর্শ দেবেন দেবেন স্হানীয়দের।
×