ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাণীনগরে কর্মহীনদের পাশে খাবার নিয়ে ওয়েলফেয়ার ফাউন্ডেশন

প্রকাশিত: ০৮:০৯, ১ এপ্রিল ২০২০

রাণীনগরে কর্মহীনদের পাশে খাবার নিয়ে ওয়েলফেয়ার ফাউন্ডেশন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ॥ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় নওগাঁর রাণীনগরে স্থানীয় এমপির কার্যালয় রাণীনগর হাউজে কর্মহীন মানুষদের মাঝে নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করার লক্ষ্যে বুধবার মানবিক খাদ্য সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে কেন্দ্রের উদ্বোধন করেন, মোঃ ইসরাফিল আলম এমপি। এমপির অর্থায়নে ও ইসরাফিল আলম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কর্মহীন দিনমজুর, খেটে-খাওয়া, হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাবার সামগ্রী পৌছে দেবার জন্য এই মানবিক খাদ্য সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। এই কেন্দ্র থেকে ইতোমধ্যেই উপজেলার কয়েক হাজার কর্মহীন মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরন করা হয়েছে এবং প্রতিদিনই তা চলমান রয়েছে। এছাড়াও প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের তালিকা অনুসারে খাবার সামগ্রী বিতরন করাসহ কর্মহীন যে কোন মানুষ সঠিক তথ্য দিয়ে এই কেন্দ্র থেকে খাবার সংগ্রহ করতে পারবেন। ইতোমধ্যেই প্রচার করা নম্বরে যোগাযোগ করা কর্মহীন মানুষদের ঘরে প্রয়োজনীয় খাবার সামগ্রী পৌছে দেয়া হয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বাবু, গোনা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসান, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু, পারইল ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান হাসান, রাণীনগর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারন সম্পাদক মামুন আলী প্রমুখ।
×