ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে সেনাবাহিনীর ভুয়া গোয়েন্দা অফিসার আটক

প্রকাশিত: ০৭:৫৩, ১ এপ্রিল ২০২০

হবিগঞ্জে সেনাবাহিনীর ভুয়া গোয়েন্দা অফিসার আটক

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার থেকে সাজু আহমেদ পায়েল (২৮) নামে সেনাবাহিনীর এক ভুয়া গোয়েন্দা অফিসারকে আটক করা হয়েছে। আচজ বুধবার দুপুরে বাজারের ব্যবসায়ীরা মিলে তাকে আটক করে। পরে তাকে বাহুবল মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর সত্যতা নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি(তদন্ত) আলমগীর কবির বলেন, শোভন চৌধুরী নামে সেনাবাহিনীর ভুয়া গোয়েন্দা অফিসার নামে পরিচয়ে এক জেল খাটা আসামী ডুবাঐ বাজারে এসে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা দাবী করে। এতে ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা তাকে আটক করে। করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসন বাহুবলে সকাল থেকে সেনাবাহিনীর সাথে টহলরত অবস্থায় ছিল। উপজেলার লামাতাসী থেকে ডুবাঐ বাজারে এলে শত শত মানুষকে সড়কে জমায়েত হয়ে হৈ চৈ করতে দেখে টহলরতরা এগিয়ে গেলে ব্যবসায়ীরা সেনাবাহিনীর ভুয়া গোয়েন্দা অফিসার পরিচয়ধারী ব্যক্তিকে প্রশাসনের হাতে তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড সেনাবাহিনীর সহায়তায় তাকে জিজ্ঞাসাবাদ করলে সে একেকবার একেক রকম তথ্য দেয়। অভিযুক্ত ব্যক্তিকে ক্রমাগত জেরা করতে থাকলে এবং তার ব্যাগ তল্লাশী করে চট্টগ্রাম জেলের কাগজ পাওয়া যায়। এ কাগজ থেকে জানা যায়, সে রংপুরের কাউনিয়া উপজেলার রাজিব এলাকার বাসিন্দা আব্দুল আউয়ালের ছেলে সাজু আহমেদ পায়েল(২৮)। অথচ সে এর পূর্ব পর্যন্ত নাম বলছিল শোভন চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড এবং সেনাবাহিনীর লেফটেনেন্ট সাদেকের জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করে। পরে এ প্রতারককে বাহুবল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। ওসি(তদন্ত) আলমগীর কবির বলেন, পায়েল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পাশ করেছে ২০১৬ সালে। এরপর থেকে সে ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে রংপুর, মৌলীবাজার ও চট্রগ্রামের বিভিন্ন থানায় ৬টি প্রতারণা মামলা আছে। তার ব্যাপারে আরো খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
×