ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার সব দিকে প্রস্তুত আছে ॥ শাজাহান খান এমপি

প্রকাশিত: ০৭:৪৭, ১ এপ্রিল ২০২০

সরকার সব দিকে প্রস্তুত আছে ॥ শাজাহান খান এমপি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য শাজাহান খান এমপি বলেছেন, “করোনাভাইরাস মহামারি আকার ধারণ করলেও সরকার সব দিকে প্রস্তুত আছে। যারা করোনার কারণে ক্ষতিগ্রস্থ্য হবে তাদের প্রতিটি ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া হবে। বিশেষ করে যারা অসহায় দারিদ্র তাদের বেশি অগ্রাধিকার দেয়া হবে। আর যারা ত্রাণ নিয়ে অনিয়ম করবে তাদের কঠোর হাতে দমন করা হবে। এক্ষেত্রে কাউকে ছাড়া দেয়া হবে না। প্রধানমন্ত্রীও এব্যাপারে আমাদের কঠিন নির্দেশনা দিয়েছেন।” আজ বুধবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ মোকাবেলায় করণীয় এক সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘করোনার প্রভাব বর্তমানে স্থিতিশীল রয়েছে, এর মানে এই নয় যে, আমরা শংকা মুক্ত। আমাদের প্রতিটি মানুষকে সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যদি কেউ আইন অমান্য করে তাদের ব্যাপারেও আমরা কঠোর হবো।’ মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের করণীয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ওবাইদুর রহমান খান, রাজৈর উপজেলার চেয়ারম্যান মোতালেব মিয়া প্রমুখ। সভায় সরকারী-বেসরকারী উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক-সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম জানান, মাদারীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত ১০ জনের মধ্যে এক বৃদ্ধ মারা গেছেন। বাকি ৯জন সুস্থ্য হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন। ফলে জেলায় বর্তমানে আর কোন করোনা রোগী নেই। এদিকে সকালে সদর উপজেলার কালিকাপুরে সৌদি প্রবাসী নজরুল ইসলাম খানের উদ্যোগে ও স্থানীয় যুব সমাজের সহযোগিতায় অসহায় হতদরিদ্র ৫শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, লবন, পিয়াজ, সাবানসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
×