ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খাদ্যপণ্য নিয়ে মানুষের ঘরে ঘরে আইএসবি ফাউন্ডেশন

প্রকাশিত: ০৫:৫৭, ১ এপ্রিল ২০২০

খাদ্যপণ্য নিয়ে মানুষের ঘরে ঘরে আইএসবি ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসের কারনে সরকারি লম্বা ছুটিতে দিন এনে দিন খাওয়া নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়েছে। আর এসব দিনমজুর, খেটে খাওয়া মানুষদের পাশে মানবতার সেবায় পাশে দাঁড়িয়েছে ইনিশিয়েটিভ ফর সোস্যাল বেটারমেন্ট (আইএসবি) ফাউন্ডেশন। বিভিন্ন খাদ্যপণ্য নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন ফাউন্ডেশনের কর্মীরা। বুধবার টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন গ্রামে করোনায় অবরুদ্ধ স্বল্প আয়ের এক হাজার পরিবারে বিতরণ করেছেন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এসকল কার্যক্রমে অসহায় মানুষদের মুখে যেমন হাসি ফুটেছে তেমনি গ্রামের মানুষও প্রশংসা করেছেন। খাদ্যসামগ্রী পেয়ে এসময় বিভিন্ন অসহায় মানুষের চোখে দেখা যায় আনন্দ অশ্রু। বুধবার এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা। তিনি আইএসবির প্রশংসা করে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এসকল মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক পরিবেশ সম্পাদক হাবিবুল্লাহ বিপ্লব বলেন, যেহেতু এসময় এই মানুষগুলোর কাজ নেই তাই আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি মানুষের পাশে থাকার। তিনি বলেন, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যদি একটি পরিবারও হাসি ফুটে, সমাজের অন্যরা উজ্জিবিত হয়ে এগিয়ে আসে সেটি আমাদের সার্থকতা। ধনী গরিব মিলেই আমাদের এ দেশ। এ সময় সাধ্য অনুযায়ী সমাজের অন্যদেরও এসকল মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ফাউন্ডেশনের এক কর্মী খাদ্য বিতরণকালে বলেন, আমরা খাদ্য বিতরণকারে অসহায় মুখগুলো মধ্যে একটা আনন্দ দেখেছি। মানুষের সেবায় এগিয়ে আসা, মানুষের জন্য কাজ করার মধ্যে নিজেরও একটা ভালো লাগা অনুভূতি কাজ করে। আমরা প্রত্যাশা করি সবার পাশে সবাই থাকলে দেশের সব বিপদই সাহসিকতার সাথে মোকাবিলা করা যায়। এসময় উপজেলা শিক্ষক সমিতির সাধারণ এ.কে.এম. সাইফুল্লাহ, বিআরডিবির চেয়ারম্যান কে. বি.এম. রুহুল আমিন, গজারিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আল মামুন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স' র মেডিকেল অফিসার সাকের আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা দরিদ্রমানুষদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এসবের মধ্যে ছিল চাল, ডাল, আলু ও সাবান।
×