ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেরপুরে জ্বর-শ্বাসকষ্টে মারা যাওয়া নির্মাণ শ্রমিকের করোনা রিপোর্ট নেগেটিভ

প্রকাশিত: ০৪:৪৩, ১ এপ্রিল ২০২০

শেরপুরে  জ্বর-শ্বাসকষ্টে মারা যাওয়া নির্মাণ শ্রমিকের করোনা রিপোর্ট নেগেটিভ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের নালিতাবাড়ীতে জ্বর ও শ্বাসকষ্টে মারা যাওয়া নির্মাণ শ্রমিক আব্দুল আওয়াল (৫৮) এর নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। বুধবার দুপুরে আইইডিসিআরের রিপোর্টের আলোকে ওই তথ্য নিশ্চিত করেন শেরপুরের সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ। এর ফলে ওই গ্রামের ১০ বাড়ির লকডাউন তুলে নেয়া হয়েছে। সেইসাথে এলাকায় কমেছে ছড়িয়ে পড়া করোনা আতঙ্ক। অন্যদিকে শেরপুরের সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ বলেন, বুধবার আমরা আব্দুল আওয়ালের পরীক্ষার ফলাফল হাতে পেয়েছি। আইইডিসিআরের ল্যাবরেটরীর ১০২৮ নং আইডিতে তার সংগৃহীত নমুনা পরীক্ষা করলে ফলাফল নেগেটিভ আসে। অর্থাৎ আব্দুল আওয়াল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাননি, জ্বর-শ্বাসকষ্ট বা অন্য কোন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বুধবার পর্যন্ত জেলায় বিদেশফেরত নাগরিকদের মধ্যে ২১ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আর ইতোমধ্যে ১২৭ জন ওই পিরিয়ড শেষ করেছেন। তাদের কারও মধ্যে করোনার কোন উপসর্গ দেখা যায়নি। সেইসাথে জেলায় এখনও কোন করোনা রোগী শনাক্ত হয়নি। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় জেলার ৫ উপজেলায় ১৫০টি আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। উল্লেখ্য, গত ২৯ মার্চ রাতে নির্মাণ নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া গ্রামের শ্রমিক মৃত আব্দুল আওয়াল জ্বর ও শ্বাসকষ্টে ভুগে নিজ বাড়িতে মারা যায়। এ নিয়ে এলাকায় করোনা রোগে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে সোমবার সকালে মেডিকেল টিমসহ সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাস সনাক্ত করার জন্য ঢাকার আইইডিসিআরে পাঠান।
×