ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাঁশখালীতে উপজেলা চেয়ারম্যানের ১৪শ দরিদ্র পরিবারে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০৪:৩৫, ১ এপ্রিল ২০২০

বাঁশখালীতে উপজেলা চেয়ারম্যানের ১৪শ দরিদ্র  পরিবারে ত্রাণ বিতরণ

নিজস্ব সংবাদদাতা বাঁশখালী ॥ করোনাভাইরাসের সংক্রমণের ফলে লকডাউনের কারণে গৃহবন্দী হতদরিদ্র ১৪শ পরিবারে মাঝে চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী ব্যক্তিগত তহবিল থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করেছেন| এসময় তিনি এলাকাবাসীকে তার সাধ্যমতো আরও খাদ্যসামগ্রী বিতরণের প্রতুশ্রতি ও আশ্বাস প্রদান করে বলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কোন মানুষ অনাহারে থাকবেনা|বাড়ি বাড়ি গিয়ে অস্বচ্ছল,দিনমজুর ও হতদ্ররিদ্র পরিবারগুলোর মাঝে জনপ্রতি ১০ কেজি চাল, মশর ঢাল, সয়াবিন তেল, সাবান ও লবন ও মাস্কসহ নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্র পৌঁছে দেওয়া হচ্ছে ।আজ বুধবার (১ এপ্রিল ) সকালে থেকে বিভিন্ন এলাকায় তিনি নিজেই বাড়ি বাড়ি গিয়ে এইসব ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন | বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী বলেন, আমার মরহুম পিতা সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এডঃ সুলতান উল কবীর চৌধুরী ছিলেন গরীব মেহনতি ও অসহায় মানুষের পরম বন্ধু |তারই রক্ত আমার দেহে প্রবাহমান |এই বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাডানো আমাদের পারিবারিক ঐতিহ্য | তারই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে | তাছাড়া বিপদ না কাটা পর্যন্ত নিজের সর্বোচ্চ দিয়ে হলেও অসহায় মানুষদের পাশে থাকবেন বলে তিনি জানান |
×