ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিমুলিয়ায় করোনা সংক্রমণরোধে জীবাণুনাশক স্প্রে

প্রকাশিত: ০৪:৩৪, ১ এপ্রিল ২০২০

শিমুলিয়ায় করোনা সংক্রমণরোধে জীবাণুনাশক স্প্রে

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার শিমুলিয়া ফেরি ঘাটের বিভিন্ন স্থানে বুধবার জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। ঘাটটির শিমুলিয়ার লঞ্চঘাট, সি-বোট ঘাটসহ চারটি ফেরিঘাটে গুরুত্বপূর্ণ সবখানেই এই জীবাণুনাশক স্প্রে করা হয়। নৌপুলিশের ডিআইজি আতিকুল ইসলামের উদ্যোগে এই জীবাণুনাশক স্প্রে করেছে ঢাকা অঞ্চলের পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম। নৌপুলিশের এই টিম মেশিনের মাধ্যমে জীবাণুনাশক স্প্রে করেন। এ সময় ফেরিঘাটে পারাপাররত যানবাহনেও স্প্রের মাধ্যমে জীবাণুমুক্ত করে এবং চালক ও যাত্রীদের হাত ধোঁয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে আরও অংশ নেন নৌ-পুলিশের পুলিশ সুপার হুমায়ুন কবির, এএসপি আবুল কালাম আজাদ, আনিসুর রহমান ও মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনর্চাজ পুলিশ পরিদর্শক সিরাজুল কবির, এসআই উদয় বর্মন সরকার, এএসআই আক্কাস আলী ও নজরুল ইসলামসহ নৌ-পুলিশের সদস্যবৃন্দ।
×