ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরে করোনা ভাইরাস সচেতনতায় সেনাবাহিনীর সতর্কতামূলক প্রচারণা

প্রকাশিত: ০৪:৩২, ১ এপ্রিল ২০২০

শেরপুরে করোনা ভাইরাস সচেতনতায় সেনাবাহিনীর সতর্কতামূলক প্রচারণা

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শেরপুরে জনসচেতনতা বাড়াতে সেনাবাহিনীর তরফ থেকে সতর্কতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে। বুধবার সকাল থেকে জেলা শহর ও নালিতাবাড়ীতে তাদের সতর্কতামূলক প্রচারণা ছিল খুবই লক্ষ্যণীয়। ওইসময় তারা লেফটেন্যান্ট রাহাত-ই-রাব্বির নেতৃত্বে জেলা শহরের থানামোড়, খোয়ারপাড় মোড়, নতুন বাস টার্মিনাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে সচেতনতামূলক বার্তা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সেইসাথে সড়কে সড়কে জীবাণুনাশক স্প্রে এবং হ্যান্ড মাইকে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। একইভাবে নকলা, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় তাদের টহল পরিচালিত হয়েছে। এ ব্যাপারে শেরপুরের দায়িত্বে থাকা ঘাটাইল সেনানীবাসের ১৯ পদাতিক ডিভিশনের মেজর তৌফিকুল বারী বুধবার বিকেলে জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে শেরপুরে জেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে সেনাবাহিনীর তরফ থেকে সতর্কতামূলক প্রচারণাসহ তৎপরতা চলছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ওই তৎপরতা চলমান থাকবে।
×