ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফটিকছড়িতে ড.মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০১:১৫, ১ এপ্রিল ২০২০

ফটিকছড়িতে ড.মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ফটিকছড়ির ১৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় আজ (বুধবার) সকাল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ৷ এছাড়া, ফটিকছড়ি ও ভূজপুর থানা এবং উপজেলা প্রশাসনের কাছে করোনা সুরক্ষা উপকরণ হস্তান্তর করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য দানবীর আখতার উদ্দিন মাহমুদ পারভেজের পক্ষে এ সামগ্রীগুলো হস্তান্তর করেন ফাউন্ডেশনের মুখপাত্র আহমেদ এরশাদ খোকন ৷ এ সময় উপস্থিত ছিলেন, ফটিকছড়ি থানার ওসি বাবুল আখতার, ভূজপুর থানার ওসি শেখ মুহাম্মদ আব্দুল্লাহ, ফটিকছড়ি পৌর মেয়র ইসমাঈল হোসেন, বাগান বাজার ইউনিয়নের চেয়ারম্যান রুস্তম আলী, দাঁতমারা ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম, নারায়ণহাট ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশীদ, ভূজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহীম হোসেন তালুকদার, পাইন্দং ইউনিয়নের চেয়ারম্যান একেএম ছরওয়ার হোসেন স্বপন সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, পৌর কাউন্সিলর, মেম্বার, রাজনৈতিক নেতৃবৃন্দ ৷ অপরদিকে,উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য সাদাত আনোয়ার সাদী করোনা ভাইরাস প্রতিরোধে পর্যাপ্ত মাস্ক, গ্লাভস, সেনিটাইজার সহ যাবতীয় উপকরণ পৌর মেয়র, পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন।
×