ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় হাজারো বেকার দরিদ্র মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ০০:৫৫, ১ এপ্রিল ২০২০

কলাপাড়ায় হাজারো বেকার দরিদ্র মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ ভিক্ষার চালও জুটছিল না বৃদ্ধা ফুলবানুর। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি লবণ, তেলসহ একটি ত্রাণের বস্তা পেয়ে আহামরি স্বস্তিতে ফিরলেন। চোখের জল মুহুর্তেই শুকিয়ে গেল। মা’সহ অন্তত দশদিন নিশ্চিন্তে খেতে পারবেন এ বৃদ্ধা মানুষটি। বুধবার বেলা ১১টায় ত্রাণের বস্তাটি নিয়ে ফিরছিলেন ফুলবানু। একইভাবে আরও ২০ প্রতিবন্দী পরিবারকে সরকারি ত্রাণ তুলে দিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মহিব্বুর রহমান। এসময় এমপির স্ত্রী ফাতেমা আক্তার রেখা, উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবিরসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এভাবে প্রতিদিন সরকারের দেয়া ত্রাণসামগ্রী বিতরনের কাজ চলছে। করোনার বিস্তার ঠেকাতে কর্মহীন বেকার দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সহায়তা পৌছে দিতে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দেয়া তথ্যমতে, কলাপাড়ায় এপর্যন্ত অন্তত দুই হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। যার মধ্যে চাল, ডাল, আলু, লবণ, তেল ও সাবান রয়েছে। এখন পর্যন্ত কলাপাড়ায় সরকারিভাবে নগদ দুই লাখ টাকা এবং ৪৩ মেট্রিকটন চাল বরাদ্দ পাওয়া গেছে। সরকারি ত্রাণ ছাড়াও করোনার প্রভাবে বেকার দরিদ্র জনগোষ্ঠীর পাশে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কাজ করে যাচ্ছে। এর মধ্যে এসএসসি ২০১১, ২০১৩ ব্যাচের সদস্যরা খাদ্য সহায়তা ছাড়াও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেছে। পাথওয়ে সংস্থা হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেছে। এমপি মহিব্বুর রহমান ব্যক্তি উদ্যোগে মঙ্গলবার চিকিৎসকসহ স্বাস্থ্য কর্মীদের ১০০ সেট পিপিই বিতরণ করেছেন। তিনি ব্যক্তি উদ্যোগে বুধবার বালিয়াতলী ও লালুয়ার ২০০ দরিদ্র মানুষের মাঝে খাবার সামগ্রী পৌছে দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, সকল বেকার দরিদ্র মানুষের খাদ্য সঙ্কট মোকাবেলায় সরকারের নির্দেশনা রয়েছে। প্রয়োজনে বাড়িতে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হবে।
×