ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ভোলায় করোনা সন্দেহে ২ জনকে আইসোলেশন ইউনিটে ভর্তি

প্রকাশিত: ০০:৩০, ১ এপ্রিল ২০২০

ভোলায় করোনা সন্দেহে ২ জনকে আইসোলেশন ইউনিটে ভর্তি

নিজস্ব সংবাদদাতা,ভোলা ॥ ভোলা সদর হাসপাতালে করোনা সন্দেহে ২ ব্যাক্তিকে মঙ্গলবার রাতে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত ২ ব্যাক্তিকে হোম কোয়ারেন্টাইনে নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে মোট ৪২৭ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। ভোলা স্বাস্থ্য বিভাগ জানান, মঙ্গলবার রাতে জ্বর, সর্দি, কাশি নিয়ে ২ ব্যাক্তিকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। করোনা সন্দেহ হওয়ায় তাদের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়া যুবকদের মধ্যে ১ জনের বাড়ি জয়পুর হাটে ও অপর জনের বাড়ি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে। ভোলা সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালী জানান, ভর্তি হওয়া ওই দুই যুবক ভালো রয়েছে। তবে করোনা নিশ্চিত হওয়ার জন্য তাদের নমুনা ঢাকায় প্রেরণ করা হবে। ইতিপূর্বে ভোলার দৌলতখান উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে এ একছাত্র করোনা সন্দেহে আইসোলেশনে ভর্তি করা হলে ঢাকায় করোনা সন্দেহে পরীক্ষা করা হলে তার নেগেটিভ পাওয়া যায়। তাকে মঙ্গলবার রিলিজ করা হয় বলে সিভিল সার্জন অফিস সূত্র জানান। এদিকে ভোলা জেলায় ২৫৮ জনের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে।
×