ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সীতাকুণ্ডের বিআইটিআইডি হাসপাতালে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু

প্রকাশিত: ২৩:৫৩, ১ এপ্রিল ২০২০

সীতাকুণ্ডের বিআইটিআইডি হাসপাতালে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ(বিআইটিআইডি) হাসপাতালে আইসোলেশন ইউনিটে থাকা ৫৫ বছর বয়স্ক এক নারীর মৃত্যু হয়েছে। সে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় বসবাস করতেন। মঙ্গলবার দুপুরে গায়ে জ্বর, সর্দি, কাশি শ্বাসকষ্ট অনুভোত হলে পরিবারের লোকজন চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালে ভর্তি করান, বিকালে দিকে জেনারেল হাসপাতালের কতব্যরত ডাক্তারটা অসুস্থ নারীকে ফৌজদারহটস্থ বিআইটিআইডি হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতেই মৃত্যুবরণ করেন। সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালের পরিচালক এম.এ.হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘মঙ্গলবার বিকালে চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতাল থেকে এক নারীকে কর্তব্যরত ডাক্তাররা জ্বর,সর্দি,কাশি ও শ্বাসকষ্ট উপসর্গ দেখা দিলে বিআইটিআইডি হাসপাতালের আইসোলেশনে রাখার জন্য প্রেরণ করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় অসুস্থ নারী মঙ্গলবার রাতেই মৃত্যুবরণ করেন। শ্বাসকষ্টজনিত রোগে মারা যাওয়ায় আমরা করোনা ভাইরাস কিনা নমুনা সংগ্রহ করে টেষ্টে দিয়েছি, রেজাল্ট আসলে নিশ্চিত হওয়া যাবে উক্ত নারী করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা।”
×