ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্লোভেনিয়ায় আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত মোট ৮০৪

প্রকাশিত: ২৩:২২, ১ এপ্রিল ২০২০

স্লোভেনিয়ায় আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত মোট ৮০৪

অনলাইন ডেস্ক ॥ স্লোভেনিয়ায় ক্রমেই বেড়ে চলেছে করোনাভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা। মঙ্গলবার (৩১ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ৮০৪ জনের শরীরে করোনা সংক্রমণ পজিটিভ ধরা পড়েছে। একদিনের ব্যবধানে নতুন করে আরও ৫০ জন এ ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছেন। একইসঙ্গে আরও চারজনের মৃত্যুর খবর দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ নিয়ে স্লোভেনিয়ায় করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা পৌঁছালো ১৫ জনে। আর এ পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১০ জন। গত ১৯ মার্চ স্লোভেনিয়ায় জরুরি অবস্থা জারি করা হয় যা এখনও বলবৎ আছে। তবে এখনও স্লোভেনিয়ার বেশ কিছু প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে। এছাড়া সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান গত ১৬ মার্চ থেকে পুরোপুরি বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সব ধরনের বাস ও ট্রেন সার্ভিস চলাচল। সামগ্রিক পরিস্থিতির উন্নতি না ঘটা পর্যন্ত দেশটির রাজধানী লুবলিয়ানায় অবস্থিত ইয়োজে পুচনিক আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও সব ধরনের বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে। এদিকে স্লোভেনিয়ায় বসবাসরত অন্য দেশের নাগরিকদের নিজ দেশের নিকটস্থ দূতাবাস কিংবা কনস্যুলেট অফিসে যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার নির্দেশ দেয়া হয়েছে।
×