ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিদেশের মাটিতে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ৫৩ বাংলাদেশি

প্রকাশিত: ২২:৫৯, ১ এপ্রিল ২০২০

বিদেশের মাটিতে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ৫৩ বাংলাদেশি

অনলাইন ডেস্ক ॥ করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। বিশ্বে এখন পর্যন্ত প্রায় সাড়ে আট লাখেরও বেশি মানুষ এ মহামারিতে আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৪২ হাজারেরও বেশি মানুষের। চীনের উহান শহর থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়া এ ভাইরাসে বাংলাদেশেও মৃত্যু হয়েছে পাঁচজনের। আর বিদেশের মাটিতে এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৫৩ বাংলাদেশি। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছেন ৩২ বাংলাদেশি। এছাড়া যুক্তরাজ্যে ১১, ইতালিতে ২, কাতারে ২, সৌদি আরবে ২, স্পেনে ১, সুইডেনে ১, লিবিয়ায় ১ এবং গাম্বিয়ায় ১ জন বাংলাদেশির মৃত্যুর খবর বেরিয়েছে। এদিকে বিদেশে ২০০ জনেরও বেশি বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। লোকাল কমিউনিটি, সাংবাদিক, বাংলাদেশ মিশন এবং ঢাকায় সরকারি অনানুষ্ঠানিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
×