ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তৈরি হওয়া পোশাক নেবে এইচঅ্যান্ডএম

প্রকাশিত: ০৭:৫৯, ৩১ মার্চ ২০২০

তৈরি হওয়া পোশাক নেবে এইচঅ্যান্ডএম

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনাভাইরাস সংক্রমণের কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাতের মহাসংকটের সময় কিছুটা ভালো খবর দিয়েছে এ দেশের সবচেয়ে বড় ক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম। প্রতিষ্ঠানটি বলেছে, তাদের অর্ডারে ইতোমধ্যে তৈরি করা সব পোশাক নেবে। এসব পোশাক নিতে নতুন করে দর কষাকষিও করবে না। পূর্বনির্ধারিত দরেই এসব পোশাক নেওয়া হবে। তবে সাম্প্রতিক সময়ে দেওয়া রপ্তানি আদেশগুলোর ব্যাপারে কী পরিবর্তন আনা যায় সে বিষয়টি মূল্যায়ন করা হচ্ছে। এ ছাড়া আপাতত নতুন রপ্তানি আদেশ না দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুইডেনভিত্তিক এইচঅ্যান্ডএম বাংলাদেশ থেকে বছরে তিন থেকে সাড়ে ৩০০ কোটি ডলারের পোশাক নিয়ে থাকে। গত পঞ্জিকা বছরে বাংলাদেশ থেকে আমদানির পরিমাণ ছিল সাড়ে তিন বিলিয়ন ডলার বা প্রায় ৩০ হাজার কোটি টাকার পোশাক। ব্র্যান্ড হিসেবে এইচঅ্যান্ডএমও বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি পোশাক আমদানি করে থাকে। তাদের মোট আমদানির ৪৫ শতাংশই বাংলাদেশ থেকে হয়। সারাবিশ্বেই পোশাক বাজারজাত করে ব্র্যান্ডটি। করোনাভাইরাসের ভয়াল পরিস্থিতিতে ব্র্যান্ডটি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছে একটি বার্তা পাঠিয়েছে এইচঅ্যান্ডএমের ঢাকা অফিস। বার্তায় এসব সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। এতে বাংলাদেশের উদ্যোক্তা এবং পোশাক খাতের শ্রমিকদের সংকটের কথা স্বীকার করা হয়েছে। পাশাপাশি করোনার প্রভাবে এইচঅ্যান্ডএমের ব্যবসায়িক ক্ষতির বিষয়টিও তুলে ধরা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে ফের পুরোদমে বাংলাদেশের সঙ্গে ব্যবসায় ফেরার আশ্বাস দিয়েছে এইচঅ্যান্ডএম। শ্রমিকদের স্বার্থ রক্ষায় সহযোগিতার আশ্বাস দিয়ে এইচঅ্যান্ডএম বলেছে, পরিস্থিতি থেকে উত্তরণে সংশ্নিষ্ট কারখানা কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত সংলাপ চালিয়ে যাওয়া হবে।
×