ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেরপুরে করোনা পরিস্থিতিতে মাঠ পর্যায়ের প্রচারণায় হুইপ আতিক

প্রকাশিত: ০৭:৫১, ৩১ মার্চ ২০২০

শেরপুরে করোনা পরিস্থিতিতে মাঠ পর্যায়ের প্রচারণায় হুইপ আতিক

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধসহ সার্বিক পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে মাঠ পর্যায়ে প্রচারণায় অংশ নিচ্ছেন জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। তিনি ২ দিন যাবত চলমান কার্যক্রমের আওতায় আজ মঙ্গলবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা শেরপুর সদরের পাকুড়িয়া, গাজীরখামার, ধলা ও বাজিতখিলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গাড়িতে উঠে হ্যান্ডমাইকযোগে ওই প্রচারণা জানান। ওইসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সর্বস্তরের মানুষকে ধৈর্যের সাথে আগামী আরও ১০ দিন সামাজিক দূরত্ব নিশ্চিতকরণসহ সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানান। একইসাথে তিনি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্মহীন, হতদরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির পাশাপাশি তার নিজের ও দলের তরফ থেকে সহায়তা দিতেও আশ্বস্ত করেন। এদিন তিনি স্ব-স্ব এলাকার দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে সচেতনতামূলক লিফলেট ও মাস্কও বিতরণ করেন। এর আগে হুইপ আতিক সোমবার সকালে চকবাজারস্থ দলীয় কার্যলয় থেকে শুরু করে সদর উপজেলার ভাতশালা, কামারিয়া, রৌহা, লছমনপুর ও চরপক্ষীমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ওই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। ওইসময় তার সাথে জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
×