ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু

প্রকাশিত: ০৭:৫০, ৩১ মার্চ ২০২০

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নগরীর বাবুরাইল এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের আহত স্ত্রী ফেরদৌসী বেগম (৪০) মারা গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে তিনি মারা যান। এ নিয়ে এ ঘটনায় দুইজন নিহত হলো। ঘটনার দিন তোফাজ্জল হোসেনের আট মাস বয়সী ছেলে আহম্মদ মারা যায়। তার নয় বছর বয়সি ছেলে মোহাম্মদ হোসেন এখনো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। গত ২৭ মার্চ শুক্রবার ভোররাতে বাবুরাইল বটতলা এলাকার স্থানীয় ইট বালুর ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের বাড়িতে এই মর্মান্তিক বিস্ফোরণের ঘটনা ঘটেছিলো। নারায়ণগঞ্জ সদর থানার ওসি মোঃ আসাদুজ্জামান জানান, সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌসী বেগম মারা যান। এ ঘটনায় আরো একজন চিকিৎসাধীন রয়েছে। উল্লেখ্য গত শুক্রবার ভোর রাতে তোফাজ্জল হোসেনের বাড়িতে বিকট শব্দে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণ হলে বাড়ির দেয়াল ধসে পড়ে। এতে দেয়াল চাপা পড়েন একই পরিাারের তোফাজ্জল হোসেন (৫০) ও তার স্ত্রী ফেরদৌসী বেগম (৪০), তাদের তিন সন্তান হালিমা বেগম (১১), মোহাম্মদ হোসেন (৯) ও আট মাসের শিশু সন্তান আহাম্মদ। তাদের ঘরের আসবাবপত্র সব চুরমার হয়ে যায়। বিস্ফোরণের শব্দে এলাকাবাসী এসে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আট মাসের শিশু আহাম্মদকে মৃত ঘোষণা করেন। অপর চারজনের অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ফেরদৌসী বেগমকে আইসিউতে রাখা হয়েছিল। সোমবার রাতে ফেরদৌসী বেগম মারা যায়।
×