ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ৬ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৭:৫০, ৩১ মার্চ ২০২০

মাদারীপুরে ৬ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে আফম বাহাউদ্দিন নাছিম ফাউন্ডেশনের উদ্যোগে ৬ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের পৌর অডিটরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিমের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ইরশাদ হোসেন উজ্জল, কাউন্সিলর জাকির হোসেন হাওলাদার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মাদারীপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ বলেন, “আফম বাহাউদ্দিন নাছিম ফাউন্ডেশন’ একটি জণকল্যাণমূলক সংগঠন। এর সভাপতি আফম বাহাউদ্দিন নাছিম। জাতির ক্রান্তিকালে তিনি হতদরিদ্র অসহায় মানুষের পাশে আছেন। তিনি মাদারীপুরের সন্তান। মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এর মধ্যে আমরা ৮ হাজার হ্যান্ডস্যানিটাইজার, মাস্ক, গ্লভস বিতরণ করেছি। আজ অসহায় দরিদ্র মানুষের জন্য ৬ হাজার লোকের খাবার বিতরণ করছি। এর মধ্যে মাদারীপুর ৪ হাজার, রাজৈরে ও কালকিনিতে ২ হাজার। প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আটা, ২ কেজি আলু, ও ২টি সাবানসহ ১০ কেজির খাদ্য সমাগ্রী রয়েছে। আমাদের নেতাকর্মীদের মাধ্যমে এ সব খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।”
×