ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০১:৫৯, ৩১ মার্চ ২০২০

গাইবান্ধা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে  ত্রাণ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জেলার ঘরে থাকা কর্মহীন অসহায় দরিদ্র মানুষ, বেঁদে ও হিজরা পরিবারের মধ্যে গাইবান্ধা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যাগে বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক মো. আবদুল মতিন জানান, এ পর্যন্ত জেলার ৭টি উপজেলা ও ৪টি পৌরসভায় ৫ হাজার ১ দরিদ্র, শ্রমজীবি কৃষক পরিবারের মধ্যে ৫১ মে. টন খাদ্য সামগ্রী ও ২ লাখ ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া বিতরণের জন্য জেলা প্রশাসনের ত্রাণ ভান্ডারে ১শ’ ৬৭ মে. টন খাদ্য সামগ্রী ৮ লাখ ২০ হাজার টাকা মজুদ রয়েছে। এছাড়া গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্ত্তী সদর উপজেলার বাদিয়াখালীতে ২৮টি বেঁদে পরিবারের মধ্যে সরকারি খাদ্য সহায়তা ও মাস্ক বিতরণ করেন। এদিকে গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম কর্মহীন অসহায় দরিদ্র পরিবার ও ভাসমান বেঁদে পরিবারের মধ্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, মাস্ক ও সাবান বিতরণ করেন।
×