ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী আজ ডিসিদের দিকনির্দেশনা দেবেন

প্রকাশিত: ১০:৪৪, ৩১ মার্চ ২০২০

প্রধানমন্ত্রী আজ ডিসিদের দিকনির্দেশনা দেবেন

বিশেষ প্রতিনিধি ॥ নোভেল করোনাভাইরাস মোকাবেলায় মাঠ প্রশাসনের কর্মকা- সম্পর্কে অবহিত, চলমান কার্যক্রমের সমন্বয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও বার্তায় ডিসিদের সঙ্গে কথা বলে বিশেষ নির্দেশনা দেবেন মাঠ প্রশাসনকে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস গণমাধ্যমকে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর আজ মঙ্গলবারের ভিডিও কনফারেন্সের তথ্য জানিয়ে বলেন, অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। গণভবন সূত্রে জানা গেছে, সব বিভাগীয় কমিশনারদের ভিডিও কনফারেন্সে যুক্ত করা হবে। বিভাগীয় কমিশনাররা তাদের আওতাধীন জেলার ডিসিদের যুক্ত রাখবেন। প্রধানমন্ত্রী যখন যে ডিসির সঙ্গে কথা বলতে চাইবেন তখন সেই ডিসিকে যুক্ত করা হবে। এভাবে জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। এছাড়া বর্তমান পরিস্থিতিতে মাঠ পর্যায়ে করোনাভাইরাস মোকাবেলায় ডিসিরা কিভাবে কাজ করছেন সে বিষয়ে জানবেন প্রধানমন্ত্রী। এছাড়া এই সময় তাদের কিভাবে কাজ করতে হবে এবং অসহায়দের কাছে কিভাবে খাবার পৌঁছে দিতে হবে সে বিষয়েও প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দেবেন। জানা গেছে, করোনাভাইরাস মোকাবেলায় সম্পৃক্ত কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিবদেরও আজকের ভিডিও কনফারেন্সে যুক্ত রাখা হতে পারে। সেখানে মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও সশস্ত্রবাহিনী বিভাগের কয়েকজন কর্মকর্তা ওই ভিডিও কনফারেন্সে যুক্ত থাকতে পারেন।
×