ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে করোনা ভাইরাস সনাক্তের কিট ও পরিক্ষাগার স্থাপনের দাবি

প্রকাশিত: ০৮:৫৭, ৩০ মার্চ ২০২০

নারায়ণগঞ্জে করোনা ভাইরাস সনাক্তের কিট ও পরিক্ষাগার স্থাপনের দাবি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ শিল্পনগরীর নারায়ণগঞ্জে করোনা ভাইরাস সনাক্তের কিট ও ল্যাব স্থাপন করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। আজ সোমবার দুপুরে নগরীর চাষাঢ়া প্রেস ক্লাব ভবনে এক সংবাদ সম্মেলনে ক্লাবের সভাপতি এ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম এই দাবি জানান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, প্রেস ক্লাবের কোষাধক্ষ্য আহসান সাদিক শাওন নেতৃবৃন্দরা। মাহবুবুর রহমান মাসুম বলেন, সরকার করোনা ভাইরাস মোকাবেলায় তড়িৎ পদক্ষেপ গ্রহণ করেছে। এরই মধ্যে ঢাকা, চটগ্রাম, রাজশাহীতে করোনা সনাক্তের জন্য কিট ও পরিক্ষাগার স্থাপন করা হয়েছে। কিন্তু আমরা আজ শংঙ্কিত এবং আতংকিত। শিল্প ও বন্দর নগরী নারায়ণগঞ্জে গার্মেন্টস, হোসিয়ারী, ইপিজেড, পাট শিল্পসহ বিভিন্ন শিল্প কারখানায় লাখ লাখ মানুষ কাজ করে। সময়ের কারণে এসব শিল্প কারখানার মানুষ নিজ নিজ বাড়িতে যেতে পারেনি। যে কারণে নারায়ণগঞ্জ করোনা ঝুঁকির মধ্যে রয়েছে। দেশে প্রথম করোনা রোগিও নারায়ণগঞ্জে সনাক্ত হয়েছে। এ অবস্থায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব নারায়ণগঞ্জবাসির পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নীট শিল্পনগরী নারায়ণগঞ্জে দ্রুততম সময়ের মধ্যে করোনা ভাইরাস সনাক্তের জন্য কিট ও পরিক্ষাগার স্থাপনের দাবি করছি। এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানান, নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টার কোন করোনা রোগী সনাক্ত হয়নি। চিকিৎসকদের সুরক্ষার জন্য এরই মধ্যে দুটি সরকারি হাসপাতালসহ জেলার অন্যান স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪শ পিপিই বিতরণ করা হয়েছে। এখনো আরো ৫ শ পিচ পিপিই মজুদ আছে। তবে সরকারি ছুটির পঞ্চম দিনে নগরীতে মানুষের সমাগম বেড়েছে। মানুষ সচেতন হচ্ছে না। যেটি দুশ্চিন্তার কারণ হতে পারে। তবে মানুষকে সচেতন করতে সেনাবাহিনীসহ আইনশৃংখলা বাহিনী কাজ করছে।
×