ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীর বাঘায় অগ্নিকান্ডে দগ্ধ দুই জনের মৃত্যু

প্রকাশিত: ০৮:২৬, ৩০ মার্চ ২০২০

রাজশাহীর বাঘায় অগ্নিকান্ডে দগ্ধ দুই জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম বাজারে পেট্রোলের দোকানে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধিন দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেন, শফিকুল ইসলাম ও রবি। ঘটনার চারদিন পর রবিবার রাতে রামেক হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল এবং সোমবার বিকেলে রামেক হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে রবি মারা যায়। শফিকুল ইসলাম উপজেলার তুলশিপুর গ্রামের দুখু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন। তার স্ত্রী ফিরোজা বেগম বলেন, আমার স্বামী এভাবে চলে যাবে এটা ভাবতেও পারিনি। এখন থেকে কিভাবে সংসার চালাবেন সে চিন্তায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। অপরজন রবি (৪০)। তার বাড়ী মনিগ্রাম বাজারের পাশে। তার পিতার নাম মন্টু আলী। মন্টু আলীর বড় ছেলে বিপ্লব কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। এ অবস্থায় বড় ছেলের বৌয়ের সঙ্গে ছোট ছেলে রবির বিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত আগুনে দগ্ধ হয়ে রবিও চলে গেল। প্রসঙ্গত, গত ২৪ মার্চ বেলা ১১ টায় উপজেলার মণিগ্রাম বাজারের পশ্চিম প্রান্তে অবস্থিত মনির ওয়েল সেন্টার নামে’ একটি পেট্রোলের দোকানে আগুন লাগে। এ ঘটনায় পাশের দুটি বাড়ী ও অপর একটি দোকান পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্বিসের কর্মী, সাংবাদিক, কৃষি কর্মকর্তা, পুলিশ এবং ইউপি চেয়ারম্যানসহ ৪০ জন আহত হন। এর মধ্যে ১০ জনকে রামেক হাসপাতালে বার্ণ ইউনিটে নেওয়া হয়। এদের মধ্যে শফিকুল ও রবি মৃত্যু হয়।
×