ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকারকে ৫০ হাজার পিপিই দেবে ফর্টিস ফুটবল একাডেমি

প্রকাশিত: ০৭:৫৩, ৩০ মার্চ ২০২০

সরকারকে ৫০ হাজার পিপিই দেবে ফর্টিস ফুটবল একাডেমি

স্পোর্টস রিপোর্টার ॥ করোনা ভাইরাস আক্রান্তদের জন্য আইসোলেশন ইউনিট তৈরি করার পাশাপাশি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) বানাচ্ছে ঢাকার বাড্ডার বেরাইদে অবস্থিত ফর্টিস ফুটবল একাডেমি। সরকারের হাতে ৫০ হাজার পিপিই তুলে দেয়ার লক্ষ্য নিয়ে এগুচ্ছে তাদের কার্যক্রম। করোনা পরিস্থিতি মোকাবেলায় যেকোন সহযোগিতার জন্য তারা প্রস্তত বলে জানিয়েছে ফর্টিস গ্রুপ। প্রথম ধাপে তৈরি হবে ৫ হাজার। বাকি ৪৫ হাজার তৈরি করা হবে দ্বিতীয় ধাপে। এজন্য ইতোমধ্যেই তৈরি হয়ে গেছে স্যাম্পল। বিদেশ থেকে আনা হয়েছে বিশেষ ধরনের কাপড়। করোনা ভাইরাস মোকাবেলায় ফর্টিস ফুটবল একাডেমি বেরাইদে নিজস্ব জায়গায় ৮ বিঘা জমির ওপর নির্মান করছে আইসোলেশন ইউনিট। প্রয়োজনে ৩০ বিঘা জমি নিয়ে ইউনিট বানানোর পরিকল্পনা রয়েছে তাদের। ৮ বিঘা জমির ওপর নির্মিত এই প্রকল্পে টেন্ট বসানো হবে অর্ধশতাধিক। প্রতিটি ইউনিটের আয়তন ২০ বর্গফুট। যেখানে সংকুলান হবে ৬৪ জনের। পরিস্থিতি ভয়াবহ হলে ব্যবস্থা আছে তারও। পাশের ২২ বিঘা ফুটবল মাঠের পুরোটাই তখন বনে যাবে কোয়ারেন্টিন ইউনিট। শুধু আইসোলেশন ব্যবস্থা নয়। ফর্টিস ফুটবল একাডেমির পরিকল্পনায় আছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা আইসিইউ সুবিধাও নিশ্চিত করা। তবে এ জন্য দেশের মেডিকেল কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।
×